।। প্ৰথম কলকাতা ।।
Arbaaz Khan: ফের বিয়ের সানাই বাজবে খান পরিবারে। আবারও বর বেশে দেখা যাবে বলি অভিনেতা সলমন খানের ভাই আরবাজ খানকে। প্রথমে মালাইকার সঙ্গে বিচ্ছেদ এবং তারপর জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ব্রেকআপ। ৫৬ বছর বয়সী আরবাজ ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আগামী ২৪ ডিসেম্বর আরবাজ খান বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বিয়ের তারিখও নিশ্চিত হয়েছে। ৬ বছর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয়। তারপর মালাইকা সম্পর্কে গেছেন অর্জুন কাপুরের সঙ্গে। কিন্তু আরবাজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কার সাথে ? কে সেই প্রেমিকা? তিনি হলেন রূপটান শিল্পী সুরা খান। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে, পাটনা শুক্লা’-র সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি বন্ধুত্ব তৈরি হয় আরবাজ এবং সুরার মধ্যে। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। যদিও তাঁরা এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও পরিকল্পনার কথা জানাননি।
উল্লেখ্য, ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের দাম্পত্যজীবনের পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের মধ্যে। পরবর্তীতে বলিউড ভাইজানের ভাই প্রেমে পড়েন ইটালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির। সেই প্রেমও টেকেনি বলেই খবর। তারপর শুটিং সেটে আলাপের পর একেবারে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত আরবাজ ও সুরার। তাড়াহুড়ো করেই চলছে এই জুটির বিয়ে। খুব ঘনিষ্ঠভাবে বিয়ে হবে। অর্থাৎ আরবাজ-শৌরার বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম