।। প্রথম কলকাতা ।।
Sabyasachi Chowdhury: নতুন বছরের( New Year) ৭ই জানুয়ারি শনিবার সকালে প্রকাশ্যে এসেছে ‘রামপ্রসাদ’ (Ramprasad) ধারাবাহিকের এক ঝলক। সেখানেই নতুন রূপে দেখা গেল সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। মুখে আর আগের মত দাড়ি গোঁফ নেই। ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার পর থেকে নিজেকে ক্যামেরা, অ্যাকশন, লাইট থেকে বেশ কিছুটা দূরে রেখেছিলেন। এবার তিনি নতুন রূপে ফিরলেন ছোট পর্দায়। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে তাঁর নতুন লুক দেখে বেশ উৎসাহিত অনুরাগীরা। এই ধারাবাহিকে সব্যসাচীর বিপরীতে অভিনয় করবেন সুস্মিলি আচার্য। অপরদিকে শ্যামা মায়ের ভূমিকায় অভিনয় করবেন পায়েল দে।
বহু পৌরাণিক ধারাবাহিকে সব্যসাচীকে দেখা গিয়েছে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে যুধিষ্ঠিরের চরিত্র এবং ‘ওম নমঃ শিবায়’ ধারাবাহিকে ভগবান বিষ্ণুর চরিত্রে। তারপর ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রে বাংলার দর্শকদের মন জয় করেন। অষ্টাদশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ছিলেন রামপ্রসাদ সেন (Ramprasad Sen)। মা কালীকে নিয়ে লেখা তাঁর ভক্তি গীতি আজীবন অমর হয়ে থাকবে। তাঁকে কেন্দ্র করে আজও গ্রামবাংলায় নানান অলৌকিক এবং বাস্তবে মোড়া কাহিনী প্রচলিত রয়েছে। সেই কবিরঞ্জন রামপ্রসাদ সেনের চরিত্রে দেখা যাবে সব্যসাচীকে।
স্টার জলসায় ‘রামপ্রসাদ’ এর প্রোমোর ট্যাগ লাইনের লেখা ছিল “সংসারে থেকেও মা কালীকে পাওয়ার গল্প”। প্রোমোতে দেখা যায়, ছাদনা তলায় রামপ্রসাদ এবং সর্বানীর বিয়ের এক ঝলক। যেখানে দুজনে বিবাহের সমস্ত রীতি পালনের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন। বাসর রাতে অনেকেই নতুন জামাইয়ের কাছে গান শোনার আবদার করলে, তিনি ‘ডুব দে রে মন কালী বলে’ গানটি গেয়ে ওঠেন। এই গানকে কেন্দ্র করে বাসর রাতে শুরু হয় তুমুল হাসি ঠাট্টা। একজন বলেই ফেলেন ”বাসর রাতেও মা কালীর গান, কি রে এমন জামাই সংসার করবে তো?”। সেখান থেকে বিষন্ন মুখের রামপ্রসাদ বাইরে বেরিয়ে আসেন। সেখানে দেখা যায় মা কালী ভূমিকায় পায়েল দে’কে। সংসারে থেকেও যে মাকে পাওয়া যায় তা প্রমাণ করবেন রামপ্রসাদ, এমনটাই বলেন তিনি। গত বছর ৩০শে ডিসেম্বর এই প্রোমোর শ্যুটিং করেছিলেন অভিনেতা। এই ধারাবাহিকের কাহিনী দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। আপাতত সব্যসাচীর এই নতুন ধারাবাহিক নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম