।। প্রথম কলকাতা ।।
চোখ তুলে তাকানোর আগে দুবার ভাববে রাশিয়ার শত্রুরা। এবার রাশিয়াকে কড়া পাহাড়ায় রাখবে ‘সারমত’! সারমত খতরনাক, এর রেঞ্জে রয়েছে বিশ্বের যেকোনো লোকেশন। প্রতিপক্ষকে বেশি সময় দেয়না এই ব্যালিস্টিক মিসাইল। ইউক্রেনকে পাল্টা চালে মাত দিতে তৈরি পুতিন। পারমাণবিক ক্ষেপণাস্ত্রই জেলেনেস্কির জীবনে কাল ডেকে আনবে? ইউক্রেনের জন্য গোটা বিশ্ব চাপে পড়ে গেল। রাশিয়ার সারমত মিসাইলের আওতায় চলে এলো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। যেকোনো দেশকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে রাশিয়ার এই পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল।
আরএস-28 সারমাত ক্ষেপণাস্ত্র মারাত্মক পাওয়ারফুল। সারমাত ১০ টন পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর ১৮ হাজার কিলোমিটারের যে কোনো শত্রুঘাঁটিতে সারমাত সহজেই আঘাত হানতে পারে। একেবারে গুঁড়িয়ে দিতে পারে। সারমত ভূমি, সমুদ্র কিংবা আকাশ, সব জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহনে পারদর্শী। রাশিয়ার সারমাতের কাছে ৭০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারা ইউক্রেনের নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র একেবারে নস্যি। তবে, যুদ্ধ শুরুর পর থেকেই সারমত ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়ে আসছেন পুতিন।
পুতিনের বিশ্বাস এসব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। রাশিয়াকে সেফ জোনে রাখবে।
বিদেশি হুমকির হাত থেকে রাশিয়াকে রক্ষা করবে সারমাত। অলরেডি সারমাত এর ট্রায়ান রান কমপ্লিট।
রাশিয়া ২০২২ সালের এপ্রিলে মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে প্লেসেটস্ক এলাকায় প্রথম সারমতের পরীক্ষা চালায়। যা রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছিল। তাই খুব সহজেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র সামরতের উপর ভরসা রাখছে রাশিয়া। আর ভয়ে কাঁটা শত্রুদেশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম