।। প্রথম কলকাতা ।।
Russia-Ukraine War : নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। সোমবার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর জাপোরিজিয়া সহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। রুশ বাহিনীর তরফ থেকে এই হামলায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত হয়েছেন দুজন। সর্বমোট রুশ বাহিনীর তরফ থেকে অন্তত ৭০ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, এমনটাই দাবি করেছে ইউক্রেন সেনা।
আনন্দবাজার পত্রিকা অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার রুশ বাহিনীর তরফ থেকে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইউক্রেনের জাপোরিজিয়াতে। তার মধ্যে প্রায় ৬০ টি ক্ষেপণাস্ত্র আকাশপথেই ধ্বংস করতে সক্ষম হয় কিভ বাহিনী। রাশিয়ার এই হামলার ফলে ইউক্রেনের বেশ কিছু আবাসন ভেঙে পড়ে, এমনটাই জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। নভেম্বরে রাশিয়ার ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে তাঁরা জাপোরিজিয়া অঞ্চলকে দখল করেছে । তবে তাদের এই দাবিকে কোনরকম স্বীকৃতি দেয়নি রাষ্ট্রপুঞ্জ এবং ইউরোপ-আমেরিকা।
যদিও সেই বিষয়টি নিয়ে বিশেষ চিন্তিত নয় রাশিয়া। সম্পূর্ণ জাপোরিজিয়াকে দখল করার জন্য বিগত কয়েক সপ্তাহ ধরেই মূল শহরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এই হামলার ফলে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটিতে মাঝে মাঝেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জাপোরিজিয়া শহর থেকে পরমাণু কেন্দ্রটির দূরত্ব খুব বেশি হলে ৫২ কিলোমিটার। রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য জন পরিষেবা সম্পর্কিত পরিকাঠামো গুলিকে নিশানায় এনেছে। এমনটাই অভিযোগ উঠে এসেছে। ইউক্রেনের শহরে রুশ বাহিনীর এই লাগাতার হামলার ফলে যে কোন মুহূর্তে পরমানু বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। এমনটা আশঙ্কা করছেন ইউক্রেনের কেন্দ্রীয় কর্মীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম