।। প্রথম কলকাতা ।।
বিশ্বকাপের আগে গেইলের রেকর্ড ভাঙতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোন রেকর্ডের পিছনে উঠেপড়ে লেগেছেন হিটম্যান ? এই রেকর্ডের জন্য প্রয়োজন পেশী কিংবা স্কিল। গেইল পেশিবহুল ক্রিকেটার। রোহিতের শরীরে অবশ্য পেশির আধিক্য নেই। তবুও জোরে বল মারতে পছন্দ করেন রোহিত। চলুন রেকর্ডের বিষয়টি তাহলে খোলসা করেই বলা যাক, রোহিত বলেন, ”আমি ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চাই। গেইলের ছক্কার রেকর্ড আমি ভাঙতে পারি, কোনওদিনই ভাবিনি। গেইলের রেকর্ড ভাঙলে তা সবদিক থেকেই অনন্য হবে। বিরল এক নজির গড়া যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের ছক্কার সংখ্যা ৫৫৩। গেইলের পিছনেই রয়েছেন হিটম্যান। তাঁর হাকানো ছক্কার সংখ্যা ৫৩৯।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম