।। প্রথম কলকাতা।।
Rohit Shetty Injured : বলিউডের কপ ইউনিভার্সের সৃষ্টিকর্তা রোহিত শেট্টি মুখোমুখি হলেন এক দুর্ঘটনার। হায়দ্রাবাদে ( Hyderabad) শুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। যেখানে হাতে চোট ( Injured) লাগে পরিচালক রোহিতের । তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় কামিনেনি হাসপাতালে। তাঁর হাতে চোট লাগায় ওই হাসপাতালেই ছোট একটি অস্ত্রোপচার করা হয়। যদিও বর্তমানে সুস্থ রয়েছেন রোহিত ( Rohit Shetty) । কয়েক ঘন্টা পরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রামোজি ফিল্ম সিটির অন্দরে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্সে’র শুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে।
পরিচালক রোহিত শেট্টির একটি ড্রিম প্রজেক্ট হল ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ( Indian Police Force) ।যেখানে পুলিশের বীরত্বকে তুলে ধরার কাজ করছেন তিনি । এই ওয়েব সিরিজটি শুটিং করার জন্য রামুজি ফিল্ম সিটির ( Ramoji Film City) অন্দরে এক বিরাট সেট তৈরি করা হয়েছে । সেখানে শনিবার শুটিং করছিলেন তিনি । এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা । এদিন শুটিং চলাকালীন একটি দুর্ঘটনা ঘটে আর তাতেই হাতে চোট পান তিনি।
রোহিত এর আগে ‘সিংহম’, ‘সিংহম রিটার্নস’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মতো একাধিক ছবি তৈরি করেছেন। যেখানে তিনি পুলিশের জীবনের লড়াই এবং তাদের বীরত্ব তুলে ধরেছেন। রোহিত শেট্টির অনুরাগী এবং এই বলিউড ইন্ডাস্ট্রির একাংশ মনে করেন পুলিশের জীবন কাহিনী দর্শানোই রোহিত শেট্টির মূল উদ্দেশ্য। বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজ তৈরি করার কাজে নেমেছেন। সেটিও পুলিশ কেন্দ্রিক হতে চলেছে । যার নাম ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। রোহিতের সিনেমা মানেই সেখানে হিরোর পাশাপাশি একইসঙ্গে পাল্লা দিয়ে গুরুত্ব থাকে বিভিন্ন গাড়ির। এক কথায় তাঁর সিনেমাগুলি থাকে একেবারে অ্যাকশনে ভরপুর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম