।। প্রথম কলকাতা ।।
ICC Test Rankings: বুধবার, ২২ মার্চ আইসিসির আপডেট করা টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ২ নম্বর স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসন ৪ ধাপ এগিয়েছেন এবং ব্যাটাদের তালিকায় এখন শুধু অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসচেনের পিছনে রয়েছেন তিনি। কেন উইলিয়ামসন সাপ্তাহিক আপডেটে মোট ৫১ রেটিং পয়েন্টের উন্নতি করেছেন। ৮৮৩ পয়েন্ট পেয়েছেন এবং লাবুশ্যানের থেকে মাত্র ৩২ পয়েন্ট পিছিয়ে আছেন।
উইলিয়ামসনের উত্থানের অর্থ হল স্টিভ স্মিথ (নম্বর ৩), জো রুট (নম্বর ৪), বাবর আজম (নম্বর ৫) এবং ট্র্যাভিস হেড (নম্বর ৬) প্রত্যেকে একটি স্পট পিছিয়ে গেছেন। নিউজিল্যান্ডের ঘরের মরসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন উইলিয়ামসন। ওয়েলিংটনে একটি রোমাঞ্চকর টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩২ রান করার পর, কেন উইলিয়ামসন ক্রাইস্টচার্চে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে তাদের ১ রানের জয়ে শতরান করেন। এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক।
এদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ম্যাচজয়ী শতরান করা সত্ত্বেও ব্যাটিং তালিকার শীর্ষ ১০ থেকে ছিটকে গেছেন। রোহিত ১২ নম্বর স্থানে রয়েছেন। আহমেদাবাদে টেস্ট সেঞ্চুরির জন্য ৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন বিরাট কোহলি। পুরুষদের টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে তার ১৩ নম্বর স্থান ধরে রেখেছেন। ২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনার পর থেকে প্রতিযোগিতামূলক খেলা থেকে বাদ পড়েছেন ঋষভ পন্থ। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি আইসিসি টেস্ট র্যাঙ্কিং (৯)-এ শীর্ষ ১০-এ রয়েছেন৷
এদিকে, রবিচন্দ্রন অশ্বিন আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন। তার পরেই আছেন জেমস অ্যান্ডারসন, যার ১০ কম রেটিং পয়েন্ট (৬৫৯) আছে। প্যাট কামিন্স তৃতীয় স্থানে আছেন। কাগিসো রাবাডা এবং শাহিন শাহ আফ্রিদি চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। অন্যদিকে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজা (১), আর অশ্বিন (২) এবং অক্ষর প্যাটেল (৪) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ফলপ্রসূ সিরিজের পরে তাদের স্থান ধরে রেখেছেন৷