।। প্রথম কলকাতা ।।
সত্যি হল জল্পনা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণে খেলবেন না তারকা উইকেটরক্ষক ঋষভ পন্থ। একথা নিশ্চিত করেছেন প্রাক্তন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, পন্থের অনুপস্থিতি অবশ্যই দিল্লি ক্যাপিটালস (ডিসি)-কে প্রভাবিত করবে।
বর্তমানে কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের এই উইকেট রক্ষক ব্যাটার। কিছু দিন আগেই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে। পন্থের লিগামেন্টের চোট তিন থেকে চার মাসের মধ্যে সেরে যাবে বলে আশা করা হচ্ছে। আইপিএল ২০২৩ মরসুম মার্চের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋসভ পন্থ। যদি আসন্ন মরসুমে তিনি না খেলেন তবে দিল্লির দলটিকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
এদিন কলকাতায় সৌরভ গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, “সারতে সময় লাগবে। আমাদের কিছু করার নেই, এটা একটা দুর্ঘটনা। তার বয়স মাত্র ২৩। তাঁর অনেক সময় রয়েছে। আইপিএলে পাওয়া যাবে না ঋষভ পন্থকে। আমি ডিসির সঙ্গে যোগাযোগ করছি। এটি একটি দুর্দান্ত আইপিএল হবে। আমরা ভালো করব। পন্থের চোট ডিসিকে প্রভাবিত করবে।”
৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন পন্থ। তখন তাঁর গাড়ি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন লেগে যায়। যদিও আগুন লাগার আগেই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে, গত বছর বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করার পর, গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটের পরিচালক হিসাবে যোগ দিতে চলেছেন।