।। প্রথম কলকাতা ।।
উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরসুমের জন্য অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক শাফালি ভার্মাকে ২ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শাফালি ভার্মা একজন ডানহাতি ব্যাটার এবং সেপ্টেম্বর ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়। মাত্র ১৫ বছর বয়সে, শেফালি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অর্ধশতরান করেন।
মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে যোগ দিলেন ভারতের উইকেট-রক্ষক ব্যাটার রিচা ঘোষ। ১.৯ কোটিতে ব্যাঙ্গালোর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন তিনি। যার ভিত্তিমূল্য ছিল ৫০ লক্ষ টাকা। রিচা ঘোষ দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ভারতের ৭ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মাত্র ২০ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। জেমিমা রড্রিগেজের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান রিচা।
১৩ ফেব্রুয়ারী, সোমবার মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) উদ্বোধনী সংস্করণের নিলামে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে ২.৬০ কোটিতে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্জ। দীপ্তি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ রান দিয়ে জাভেরিয়া খানের গুরুত্বপূর্ণ উইকেটটি তুললেন।