।। প্রথম কলকাতা।।
Telangana Cm: জল্পনা আগেই ছিল, ভোটের ফল প্রকাশ হতেই তা সত্যিও হল। তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। তাঁর পরই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন ভাট্টি বিক্রমার্কা। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে আর ১০ বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন। তেলাঙ্গানায় রোটেশনাল ফর্মুলাতে মুখ্যমন্ত্রী বদল হবে না বলেই সাফ জানিয়েছিল কংগ্রেস। সেইমত রেবন্ত রেড্ডির হাতেই উঠল মুখ্যমন্ত্রীর ব্যটন। উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে সান্ত্বনা পুরস্কার তেলঙ্গানা। দলকে চমকপ্রদ জয় এনে দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন রেবন্ত রেড্ডি।
উল্লেখ্য, এবিভিপি-র হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল রেবন্ত রেড্ডির। পরবর্তী পর্যায়ে তেলুগু দেশম পার্টিতে যোগ দিয়ে ২০১৭ সাল পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর দলেই ছিলেন তিনি। তারপর সেই দল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে লড়ে হেরে গেলেও কংগ্রেসের হাত ছাড়েননি তিনি এবং তাঁকে হাত শিবির ২০১৯ সালের লোকসভা ভোটে মালকাজগিরি থেকে প্রার্থী করলে সেখানে তিনি জয়লাভ করেন। ২০২১ সালে এই তেলাঙ্গানা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় রেড্ডিকে। আর সেখান থেকে আজ তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন তিনি।
প্রসঙ্গত, হিন্দি বলয়ের তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে বিজেপির কাছে হেরে যায় কংগ্রেস। কিন্তু তেলাঙ্গানাতে জয় হয় কংগ্রেসের। এক দশক পর তেলাঙ্গানায় ফের কুর্সিবদল। ১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ছিল ৬০। কংগ্রেস ৬৫টি আসনে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম