।। প্রথম কলকাতা ।।
Smoking Fine: অফিসে (Office) কাজের ফাঁকে যদি আপনাকে ধূমপানের (Smoking) জন্য বারংবার বিরতি (Break) নিতে হয় তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এক ব্যক্তি অফিসে প্রচুর ধূমপানের বিরতি নিয়ে জরিমানা (Fine) দিতে হল প্রায় ১৪ লক্ষ টাকা। কাজের ফাঁকে ফাঁকে ওই ব্যক্তি বারংবার ধূমপান করতেন। তার সঙ্গী ছিলেন আরও দুই জন। সরকারি অফিসে কাজের এতটা ফাঁকি দেওয়ার জন্য ঠিক কতটা মাশুল দিতে হবে তখন বোঝেননি। সেই খবর পৌঁছায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তিন জনকে ডেকে সতর্কও করে দেওয়া হয়েছিল। পাশাপাশি তাদের বলা হয় যদি ধূমপান না ছাড়েন পরবর্তীকালে তারা বড় সমস্যায় পড়বেন। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই সতর্কবার্তা তারা খুব একটা আমলে নেননি। উপরন্তু তিনজন লুকিয়ে ধূমপান করতেন, যার কারণে জরিমানা হল প্রায় ১৪ লক্ষ টাকা।
জাপানের (Japan) ওসাকায় একটি সরকারি অফিসে এমন ঘটনা ঘটেছে। অফিসের হিউম্যান রিসোর্সসেস বিভাগ থেকে বেশ কয়েকবার তিন কর্মীকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই কড়া হুঁশিয়ারিকে তারা পাত্তা দেননি। ঘটনার সূত্রপাত হয় ২০২২ সালে ডিসেম্বরে। অফিসের এইচআর ওই তিন জনকে তলব করে বিষয়টি ভালোভাবে বোঝান। কিন্তু সেখানেও ওই তিন ব্যক্তি ক্রমাগত মিথ্যে কথা বলেন। পরবর্তীকালেও তারা ধূমপান চালিয়ে গিয়েছেন। অবশেষে হাতেনাতে ধরা পড়তেই কড়া ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অফিসের লোকাল পাবলিক সার্ভিস অ্যাক্ট এর অধীনে কর্তব্যের নিষ্ঠার অভাবের অভিযোগ এনে ৬১ বছর বয়সী এক কর্মীকে প্রায় ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি নাকি গত ১৪ বছরে প্রায় সাড়ে চার হাজার বারের বেশি ধূমপান করার জন্য ব্রেক বা বিরতি নিয়েছিলেন। যা অফিসের শৃঙ্খলা ভঙ্গ করে। পাশাপাশি ওই ব্যক্তির ছয় মাসের বেতন থেকে কেটে নেওয়া হয়েছে দশ শতাংশের কর।
আসলে জাপানের ওসাকায় ধূমপান নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম রয়েছে। ২০০৮ সালে চালু হওয়া নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি যদি সরকারি অফিসে বা ওই অফিস চত্বরে ধূমপান করেন তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এর আগেও ২০১৯ সালে এক সরকারি স্কুলের শিক্ষক প্রায় তিন হাজার চারশো বার ধূমপান করায় প্রচুর পরিমাণে জরিমানা দিতে হয়েছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম