।। প্রথম কলকাতা ।।
Water Heater Rod Tips: জাঁকিয়ে শীত বোধহয় একেই বলে। কি ঠান্ডাটাই না পড়েছে বলুন তো! এই সময় সকালে স্নান করা বড্ড কঠিন কাজ। ভাবলেই কাঁপুনি ধরে যাওয়ার মতো অবস্হা। অনেকেই গরম জল ছাড়া এখন স্নানের কথা ভাবতেও পারছেন না। অনেকের বাড়িতেই গিজার নেই। তবে ওয়াটার হিটার রড ব্যবহার করেন অনেকেই। এর সাহায্যে খুব তাড়াতাড়ি জল গরম হয়ে যায়। মনে রাখবেন,গিজারের তুলনায় এই ইমার্শান রড বা ওয়াটার হিটার রড খুব একটা নিরাপদ নয়। এই রড সাবধানে ব্যবহার না করলে কারেন্ট লাগতে পারে। ভাবুন একবার, শীতের ভয়ে জল গরম করতে গিয়ে তখন কি বিপদটাই না ডেকে আনবেন। তাই কয়েকটি সতর্কতা মেনে চলতেই হবে। ইমার্শান রড ব্যবহারের সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন?
ইমারশান ওয়াটার হিটার রড ব্যবহার করা বেশ সহজ। এই রড জলের মধ্যে দিলেই তা গরম হয়ে যায়। মনে রাখুন,এই হিটার খুবই বিপজ্জনক।ওয়াটার হিটার ব্যবহার করতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটেছে এমন উদাহরণ রয়েছে ভুড়ি ভুড়ি। এমনকি বৈদ্যুতিক শকে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই এই ওয়াটার হিটার ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতেই হবে। প্রথমেই বলা যাক, গত বছরগুলিতে যে রডটি ব্যবহার করেছিলেন এবারও সেটিকে কাজে না লাগানোই ভাল। কারণ পুরনো হয়ে গেলে এতে নানান সমস্যা দেখা দিতে শুরু করে। অনেক সময় কারেন্টও লেগে যেতে পারে।এমনকি ব্রান্ডেড কোম্পানির ইমার্শান রডও পুরনো হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে যায়। তাই শীতকাল আসার আগেই ইলেকট্রিশিয়ানকে দেখিয়ে নেওয়া উচিত।
পারলে এখনই একবার দেখিয়ে নিন। বিপদ এড়াতে নামি কোম্পানির ওয়াটার হিটার রডই ব্যবহার করুন। আপনি তো দেখেছেন,অনেকেই যা হোক একটা পাত্র নিয়ে জল গরম করার কাজ শুরু করে দেন। আপনি কখনোই এমনটি করবেন না। তাতে কারেন্ট লাগার ঝুঁকি বাড়ে। বালতিতে এই রড দেওয়ার পর এদিক-ওদিক সরাবেনও না। এক জায়গায় বালতি রেখে জল গরম করুন। আগে রডটি জলে ডোবান, তারপর সুইচ অন করুন। সুইচ অফের পরই রড বার করবেন।
এই রড ব্যবহারের সময় পায়ে যেন চটি পরা থাকে।ভুলেও প্লাগ লাগানো অবস্থায় কখনো ইমারশান রড বসানো না বের করবেন না। রড থাকা অবস্থায় জলে হাত দেবেন না। এসময় মগে করে অতিরিক্ত জল ঢালবেন না। জল তুলবেনও না। মনে রাখবেন, নির্দিষ্ট দাগের থেকে বেশি বা কম জলে ইমারশান রডটি ব্যবহার করবেন না। জল গরম করার সময়ে লোহার বালতিতে ইমারশান ওয়াটার হিটার রড ব্যবহার করবেন না। প্লাস্টিকের বালতি ব্যবহার করুন। এক্ষেত্রে আবার জল বেশি গরম হলে প্লাস্টিক গলে যেতে পারে।
বালতিতে এই রড লাগিয়ে কখনও স্নান করবেন না। জল গরম হয়ে গেলে প্রথমে সুইচ অফ করে প্লাগ বার করে নিন। এরপর বালতি থেকে রডটি বার করে সরিয়ে রাখুন। এই হিটার ব্যবহার সময় শিশুরা যেন আশপাশে না থাকে বা জলে হাত দেওয়ার চেষ্টা না করে সেদিকে খেয়াল রাখুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম