।। প্রথম কলকাতা ।।
Valentine’s Day: শুধুমাত্র ভ্যালেনটাইন্স ডে (Valentine’s Day) বলে নয়, যে কোন সম্পর্কের মূল ভিত্তি দায়িত্ববোধ আর বিশ্বাস। একমাত্র বিশ্বাসই পারে একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী রূপ দিতে। দিনের পর দিন সম্পর্কের গভীরতা যেন ঠুনকো হয়ে পড়ছে, বাড়ছে বিবাহ বিচ্ছেদের সম্পর্ক। ব্রেকআপ শব্দ তো প্রায়ই শোনা যায়। যদিও এই কথা সব সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটি সম্পর্কের গভীরতা কেমন হবে তা নির্ভর করে আপনি সম্পর্কটিকে কেমন চোখে দেখছেন তার উপর। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দায়িত্ববোধ উভয় পক্ষের সমান ভাবে থাকা উচিত। শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, সম্পর্কের প্রত্যেকটি দিনই ভালোবাসার দিন। প্রতিবছর মানুষ ভ্যালেন্টাইন্স ডে’তে (Valentine’s Day) একটু বেশি আনন্দ উপভোগ করেন, পাশাপাশি নিজেদের প্রিয়জনদের সাথে কাটান বিশেষ সময়। ভালোবাসার সপ্তাহ জুড়ে থাকে নানান উপহারের আদান প্রদান এবং একে অপরের আবেগ ভাগ করে নেওয়ার পালা। আপনি যদি এই ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনের মুখে হাসি দেখতে চান তাহলে কয়েকটি নিয়ম মেনে চলতে পারেন।
- সন্দেহ করা বন্ধ করে দিন। একে অপরের প্রতি কোনো দোষারোপ বা সন্দেহ করা ঠিক নয়। কারণ সম্পর্কের মূল ভিত্তি হল ভরসা।
- প্রিয় মানুষটি যা খেতে ভালোবাসেন, সেই খাবার আপনি নিজের হাতে বানিয়ে তাকে উপহার দিতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে-তে বেছে নিতে পারেন সুন্দর একটি চকলেট বক্স কিংবা বিপরীত দিকে থাকা মানুষটির প্রিয় লেখকের কোন বই।
- প্রিয় মানুষটির সামনে গিয়ে কি কথা বলবেন, কি কথা বলবেন না এসব নিয়ে এত মাথা ঘামানোর কোন দরকার নেই। ভালোবাসার সম্পর্ক মানেই একটা কমফোর্ট জোন। মনের মানুষের সামনে গিয়ে প্রাণ খুলে কথা বলুন আর মন খুলে হাসুন।
- শুধুমাত্র দামি দামি উপহার দিয়ে কাউকে খুশি করা যায় না। সম্পর্কের মধ্যে মূল্যবান জিনিস হল সময়। প্রথমে আপনি আপনার প্রিয় মানুষটির জন্য খানিকটা সময় বের করুন।
- কাউকে কাছে পেতে কখনই নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবেন না। অন্যের মনের মতো হওয়ার জন্য নিজের সব ইচ্ছা জলাঞ্জলি দেওয়া ঠিক হবে না।
- সম্পর্ককে অবশ্যই গুরুত্ব দিতে শিখুন, কারণ যে কোনো সম্পর্ককে গুরুত্বহীন করলেই তার আর কোন মূল্য থাকে না।
- ভ্যালেন্টাইন্স ডে-তে আপনি হাতে করে নিয়ে যেতে পারেন ফুল সমেত একটি ছোট গাছ। সেই ফুল যদি আপনার প্রিয় মানুষটির পছন্দের হয় তাহলেই কেল্লাফতে। এই দিন আপনি আপনার প্রিয় মানুষের পছন্দের রঙের পোশাক পরতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম