।। প্রথম কলকাতা ।।
Senior Ayurvedic Medical Officer Recruitment: রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সিনিয়ার আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক হেলথ সার্ভিসের মাধ্যমে। কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কেমন, আবেদনের শুরু এবং শেষের তারিখ কী তা জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।
পদ : সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার
বেতন: লেভেল ১৬ সেল ১ ROPA 2019 PB-4A অনুযায়ী ৫৬ হাজার ১০০ টাকা
বয়স সীমা : আগ্রহী আবেদনকারীদের বয়স হবে সর্বোচ্চ ৪০ বছর
শূন্যপদ : উল্লেখিত পদের জন্য অফিসার নিয়োগ করা হবে ৩২ জন
শিক্ষাগত যোগ্যতা :
- রাজ্য বা কেন্দ্রের যে কোন স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে আয়ুর্বেদে পাঁচ বছরের ডিগ্রি প্রয়োজন।
- বাংলা ভাষা লিখতে এবং বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে।
- স্বীকৃতি প্রাপ্ত যে কোন আয়ুর্বেদিক ইনস্টিটিউশন বা হাসপাতালে আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসারের হাউস স্টাফ হিসেবে অন্ততপক্ষে ছয় মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
- আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা জরুরী।
আবেদন ফি : আগ্রহী আবেদনকারীকে দিতে হবে ২১০ টাকা আবেদন ফি।
শেষ আবেদনের তারিখ: ৩০.১২.২০২২ পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন
কীভাবে আবেদন করবেন ?
- সর্বপ্রথম আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে গিয়ে নির্দিষ্ট চাকরির লিংকে রেজিস্ট্রেশন করতে হবে নাম , ফোন নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে।
- রেজিস্ট্রেশন করার পর একটি আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। যা দিয়ে আবেদনপত্র পূরণ করার জন্য লগইন করতে হবে আবেদনকারীকে।
- আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
- এরপর আবেদন পত্রটি জমা দিতে হবে নির্দিষ্ট ফি প্রদান করে।
সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার নিয়োগের এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে। ১৬ ডিসেম্বর অর্থাৎ গতকাল থেকেই ওয়েবসাইটে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী আবেদনকারীরা আরও বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ভিজিট করতে পারেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম