।। প্রথম কলকাতা ।।
WB Job Fair 2023: প্রত্যেক বছরের ন্যায় ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থনিগম দফতরের তরফ থেকে শহর কলকাতায় পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে জব ফেয়ার। এই জব ফেয়ারকে মিলন উৎসব বা কলকাতা জব ফেয়ারও বলা হয়ে থাকে। ২০১৮ সালে প্রথম জব ফেয়ার অনুষ্ঠান শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জব ফেয়ারের মাধ্যমে সেই বছর থেকে রাজ্যের বহু বেকার চাকরিপ্রার্থীরা বিভিন্ন সেক্টরে চাকরি করার সুযোগ পেয়েছেন। এরপর থেকে প্রতিবছরই এই অনুষ্ঠানটি পরিচালনা করে WBMDFC ।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই জব ফেয়ার চলবে কলকাতার পার্ক সার্কাস ময়দানে। এই জব ফেয়ারের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীরা কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিজের পছন্দমত সেক্টরে চাকরি করার সুযোগ পেতে পারেন। এই বছরের জব ফেয়ারে কোন কোন সেক্টরে কর্মী নিয়োগ করা হবে এবং সেই নিয়োগের জন্য আপনার কী শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, কীভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সেই সংক্রান্ত সকল তথ্য জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।
* কোন কোন সেক্টরে নিয়োগ করা হবে জব ফেয়ারে?
বিভিন্ন কোম্পানি এই জব ফেয়ারে এসে উপস্থিত হয় কর্মী নিয়োগ করার জন্য। চলতি বছরে ফাইন্যান্স / আইটি/ ম্যানুফ্যাকচারিং বা ইঞ্জিনিয়ারিং/ ম্যানেজমেন্ট সার্ভিস/ হসপিটালিটি /হেলথ কেয়ার এবং পোশাক সেবা এই সাতটি সেক্টরের অন্তর্গত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
* যোগ্যতা: আগ্রহী চাকরিপ্রার্থীর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই কোর্স, ডিপ্লোমা, হোটেল ম্যানেজমেন্ট, গ্রাজুয়েশন ও মাস্টার ডিগ্রি, বিভিন্ন ট্রেডে ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন।
* শূন্য পদ: প্রাপ্ত তথ্য অনুযায়ী জব ফেয়ারে আসা বিভিন্ন কোম্পানির একাধিক সেক্টরের শূন্য পদ মিলিয়ে সর্বমোট প্রায় ১২ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
* নিয়োগ পদ্ধতি: এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী বাছাই করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা থাকছে না। আবেদনকারীদেরকে কোনরকম আবেদন ফিও জমা দিতে হবে না।
* রেজিস্ট্রেশন পদ্ধতি: জব ফেয়ার ২০২৩ এ যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন সেরে ফেলতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে তাকে জব ফেয়ারে অংশ নিতে দেওয়া হবে না।
১. আবেদনকারীকে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট www.milanutsav2023.wbmdfconline.in এ যেতে হবে।
২. তারপর সেখানে অ্যাপ্লাই ফর জব ফেয়ার 2023 অপশনটিতে ক্লিক করতে হবে।
৩. নিজের পছন্দমত সেক্টর নির্বাচন করে সামনে আসা আবেদন পত্রটিতে নিজের সমস্ত তথ্য নির্ভুলভাবে দিতে হবে।
৪. স্ক্যান করে প্রয়োজনীয় নথিপত্র আবেদন পত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
৫. আর তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন পত্রটি জমা হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ: জব ফেয়ারে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার শেষ তারিখ হল ২৪ জানুয়ারি
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম