।। প্রথম কলকাতা ।।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নেবে এক রেকর্ড গড়লেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। ২০১০ সালে অভিষেক হওয়া জয়দেব উনাদকাট মিরপুরে বাংলাদেশের বিপক্ষে চলতি ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। স্পিনার কুলদীপ যাদবের জায়গায় তিনি প্রথম একাদশে জায়গা পান। কুলদীপ যাদব চট্টগ্রামে উদ্বোধনী টেস্টে ভারতের ১৮৮ রানের জয়ে দুই ইনিংসে ১১৩ রানে ৮ উইকেট দখল করে ম্যাচ সেরার পুরস্কার পান।
১২ বছর দুই দিন আগে ১৬ ডিসেম্বর, ২০১০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উনাদকাটের টেস্ট অভিষেক হয়। এর মধ্যে, তিনি ১১৮টি টেস্ট ম্যাচ মিস করেন, যা একজন ভারতীয় দ্বারা সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে শুধুমাত্র ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি (১৪২) উনাদকাটের চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন।
অন্যদিকে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে চলমান দ্বিতীয় টেস্টের জন্য কুলদীপ যাদবকে একাদশ থেকে বাদ দেওয়ার একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব চট্টগ্রামে উদ্বোধনী টেস্টে দীর্ঘদিন পরে টেস্ট দলে ফিরেছিলেন। নেটিজেনরা অবশ্য কুলদীপকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে খুব বেশি খুশি হননি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন তাঁরা।