।। প্রথম কলকাতা ।।
অপেক্ষা আর 10 দিন! ঝকঝকে ডিজাইন নিয়ে আসছে Realme 10 Pro+ সিরিজ স্মার্টফোন। যার অধীনে থাকবে দুটি হ্যান্ডসেট একটি Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G। আগামী ৮ ডিসেম্বর তারিখে স্মার্টফোনটির উপর থেকে পর্দা তুলবে কোম্পানি। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, স্মার্টফোনটি লঞ্চ হওয়ার আগেই এটির একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে বাজারে।
Realme ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ তার সাম্প্রতিক ট্যুইটে ইঙ্গিত দিয়েছেন এটির দাম 25,000 টাকার নিচে থাকবে। সাধারণত ফোন লঞ্চ হওয়ার এতো আগে তার দাম সংক্রান্ত তথ্য ফাঁস করতে চায়না যে কোনও কোম্পানি। তবে এই তথ্য পেয়ে অনেকটাই নিশ্চিন্ত বোধ করতে পারেন আগ্রহী গ্রাহকরা। দামের পাশাপাশি তিনি জানিয়েছেন, এটিতে থাকবে একটি কার্ভ ডিসপ্লে।
পাঠকদের জানিয়ে রাখি, এই স্মার্টফোন ইতিমধ্যে চীনের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। এই সিরিজে অন্যতম চমক হিসাবে Realme দিচ্ছে 108 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। একনজরে চলুন জানা যাক স্মার্টফোনের গুরুত্বপূর্ণ কিছু স্পেকস।
Realme 10 Pro+ সিরিজের স্পেসিফিকেশন
Realme 10 Pro+ এর ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চি OLED প্যানেল ফুল-এইচডি+, রিফ্রেস রেট 120Hz রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস এবং HDR10+ সমর্থন। প্রসেসর MediaTek Dimensity 1080 যা 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজের সাথে যুক্ত। স্মার্টফোনটির পিছিনে রয়েছে 108 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে 16 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
5,000mAh ব্যাটারির সাথে উপস্থিত 67 ওয়াট ফাস্ট চার্জিং। এটি চার্জ করা যাবে USB-C পোর্টের মাধ্যমে। ডুয়াল সিম 5G স্মার্টফোন এটি। এতে 5G স্ট্যান্ডালোন (SA) নেটওয়ার্ক সাপোর্ট করবে। কোম্পানির তথ্য অনুসারে, Realme 10 Pro+ 7.78 এমএম পাতলা এবং 173 গ্রাম ওজন।