।। প্রথম কলকাতা ।।
Bhuban Badyakar: নিজের তৈরি করা নিজের সুর দেওয়া বাদাম গান এখন আর গাইতে পারছেন না ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সোশ্যাল মিডিয়ার দৌলতে অল্প কিছু সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া সেই বাদাম কাকুকে নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাননি মানুষ। কিন্তু সেই রকম আর সর্বসমক্ষে দেখা যায় না বাদাম কাকুকে। গাইতে দেখা যায় না তাঁর নিজস্ব ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) শীর্ষক গানটি। কিন্তু হঠাৎ করে এমন কী হল ভুবন বাধ্যকরের ? তবে কি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বাদাম কাকু? তেমনটা নয়। আসলে তাঁর সরলতার সুযোগ নিয়েছে অন্য কেউ। ফলস্বরূপ নিজের গান এখন নিজেই উচ্চারণ করতে পারছেন না তিনি।
সম্প্রতি কলকাতার একটি সংবর্ধনা অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর। সেখানে টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে নিজের পরিস্থিতির কথা খোলসা করলেন ভুবন। তাঁর কথায়, বীরভূমের কোন এক সংস্থা ‘কাঁচা বাদামে’র উপর কপিরাইট (Copy Right) নিয়ে নিয়েছে। নিতান্তই সোজাসরল জীবনযাপন করা ভুবন বাদ্যকর এই বিষয়ে কিছুই বুঝতে পারেননি। কখন যে তাঁর সৃষ্টি অন্য কারো সম্পত্তি হয়ে গিয়েছে তাও আঁচ করতে পারেননি ভুবন। এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানেই তিনি কাঁচা বাদাম শব্দ উচ্চারণ করছেন সেখানেই আসছে কপিরাইট।
বীরভূমের ওই সংস্থাটি দাবি করছে, কাঁচা বাদাম এবার তাদের সম্পত্তি। কারণ তাদের কাছে রয়েছে কপিরাইট। এমন পরিস্থিতিতে একসময়ের ভাইরাল বাদাম কাকুর চোখে মুখে এখন হতাশার কালো ছায়া। সস্ত্রীক কলকাতার ওই অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুবন। এই সমস্যার সমাধান কোথায় গিয়ে তা বুঝে উঠতে পারছেন না ভুবন। তাই বলে গান থামাবার পক্ষপাতি তিনি নন। অন্যান্য গান নিয়ে পরিকল্পনা রয়েছে তাঁর।
একজন বাদাম বিক্রেতা থেকে সোশ্যাল মিডিয়া কাঁপানো ট্রেন্ডের (Trend) সৃষ্টিকর্তা হয়ে ওঠার গল্প যথেষ্ট আকর্ষণীয় ছিল। ভুবন বাদ্যকর নেহাতে একজন সাধারন বাদাম বিক্রেতা ছিলেন। নিজের ব্যবসার স্বার্থে বেঁধেছিলেন একটি গান ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’। এই গান সোশ্যাল মিডিয়াতে (Social Media) আসতেই রীতিমতো ঝড় তুলেছিল। রিমিক্স হোক কিংবা অরিজিনাল গান ফেসবুক-ইনস্টাগ্রামে শুধুই এর রিলস দেখতে পাওয়া যেত। কাঁচা বাদাম গানে কোমর দুলিয়েছে বহু মানুষ। বিদেশীরা পর্যন্ত এই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন। তারপর ধীরে ধীরে হাল ফিরতে থাকে ভুবন বাদ্যকরের । গাড়ি বাড়ি সবকিছুই তৈরি করেন তিনি। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোন গানের ভিডিওতেও তাকে খুব একটা দেখা যায় না। আর সেই দেখা না যাওয়ার কারণ অবশেষে সামনে আনলেন ‘বাদাম কাকু’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম