।। প্রথম কলকাতা ।।
নাগপুর টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্যারিয়ারের ৩১তম ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর এই দুর্দান্ত স্পেল অস্ট্রেলিয়ান ইনিংসকে বিধ্বস্ত করেন। প্রথম দিনে অনিল কুম্বলেকে টপকে অশ্বিন ভারতীয় হিসেবে দ্রুততম ৪৫০ টেস্ট উইকেট নিয়েছিলেন।
অনিল কুম্বলে ১৯৯০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্যারিয়ারে ঘরের মাঠে ২৫টি ৫ উইকেট শিকার করেছিলেন অন্যদিকে আর অশ্বিন মাত্র ১১ বছরের কিছু বেশি সময় ধরে টেস্ট ক্রিকেট খেলার পর রেকর্ডটি স্পর্শ করলেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় ভারতীয় এই অফ স্পিনারের।
🔥🤩 ASH THE LEGEND! The off spinner is one more fifer away from breaking Jumbo's record.
👏 Top stuff, Ash!
📷 Getty • #Ashwin #INDvAUS #AUSvIND #BorderGavaskarTrophy #TeamIndia #BharatArmy pic.twitter.com/I3a5rkJ0i3
— The Bharat Army (@thebharatarmy) February 11, 2023
শনিবার ঘরের মাঠে ২৫তম ৫ উইকেট শিকার করেন উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব এবং অ্যালেক্স ক্যারিকে আউট করে।