।। প্রথম কলকাতা ।।
Ration: আধার কার্ড (Aadhar Card) নেই, তাই রেশন (Ration) পাচ্ছেন না! যদি এমন সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে তার দ্রুত সমাধান হতে চলেছে। আধার কার্ড ছাড়াই আপনার প্রাপ্য রেশন পাবেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার (Central Government) এই সমস্যা দূর করতে নতুন নিয়ম আনতে চলেছে। এই বিষয়ে ইতিমধ্যেই ২৯শে মার্চ দিল্লিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া। তখন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
যদি মনে করে থাকেন আধার কার্ড না থাকার জন্য আপনি রেশন পাচ্ছেন না, সেই ভয় আর পেতে হবে না। শুধুমাত্র রেশন কার্ডের মাধ্যমেই আপনি আপনার প্রাপ্য রেশন পাবেন। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। দিল্লির বৈঠকে প্রায় ১৪টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে জানানো হয়, শুধুমাত্র আধার কার্ড না থাকার জন্য কোন নাগরিককে রেশনের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দেশের প্রত্যেক নাগরিকের তাদের প্রাপ্য রেশন পাওয়ার অধিকার রয়েছে। রেশন ডিলার অ্যাসোসিয়েশনের বাংলার প্রতিনিধিরা খাদ্য মন্ত্রকের সচিবকে এই বিষয়ে জানিয়েছে, পশ্চিমবঙ্গসহ নানান রাজ্যে শুধুমাত্র আধার যাচাই করতে না পারার জন্য বহু নাগরিক রেশন পাচ্ছেন না। তারা নানান ভাবে হয় হয়রান হচ্ছেন। পাশাপাশি পোহাতে হচ্ছেন নানান সমস্যা। যার জেরে উঠে আসছে একাধিক অভিযোগ। অপরদিকে রেশন ডিলাররা যদি আধার কার্ড নেই এমন কোন ব্যক্তিকে রেশন দিয়ে থাকেন সে ক্ষেত্রে তারাও সমস্যায় পড়তে পারেন।
বিষয়টি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। খাদ্য মন্ত্রক বহু আগেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। হয়ত খুব শীঘ্রই সেই বিজ্ঞপ্তির কপি রাজ্য সরকার গুলিকে পাঠানো হবে। বহু গ্রাহক আছে যাদের আধার নম্বর আছে কিন্তু যাচাই করার সময় সমস্যা হয়। কারোর বা হাতের ছাপ মেলে না। আবার কোন কোন গ্রাহক আধার কার্ড করে উঠতে পারেন নি। কিন্তু তাই বলে তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবেন এটা ঠিক নয়। তাই বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে। মন্ত্রকও এই বিষয়ে আশ্বাস দিয়েছে। ‘আনন্দবাজার অনলাইন’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন “আধার কার্ড না থাকায় রেশন পেতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। কোন অসুবিধার কারণে যদি কোন ব্যক্তির আধার কার্ড না থাকে তাহলে তিনি রেশন পাবেন না এমনটা অমানবিক হবে। তাই এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের দ্বারস্থ হয়েছিলাম”। সেক্ষেত্রে কেন্দ্রের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন। দ্রুত খাদ্য মন্ত্রক রাজ্য খাদ্য দফতরকে তাদের সিদ্ধান্তের কথা জানাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম