।। প্রথম কলকাতা ।।
Rare Surgery: চিকিৎসা পরিষেবায় ফের ব্যাপক সাফল্য পশ্চিমবঙ্গের ঝুলিতে। এক বিদেশি নাগরিকের কিডনি প্রতিস্থাপন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। অবশেষে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর বিরল অস্ত্রোপচারে মিলল সাফল্য। সৌজন্যে শহর কলকাতার R.N.Tagore হাসপাতাল। সুদূর পশ্চিম আফ্রিকা থেকে আসা এক রোগীর কিডনি প্রতিস্থাপন করে নজির গড়ল দক্ষিণ কলকাতার এই হাসপাতাল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগী পশ্চিম আফ্রিকার ঘানার বাসিন্দা। ৫১ বছর বয়সের ওই ব্যক্তি একজন স্কুল শিক্ষক। পরিবার সূত্রে খবর, সম্প্রতি ওই ব্যক্তির কিডনি সংক্রান্ত সমস্যা ধরা পড়ে। চিকিৎসার জন্য চলতি বছরের মার্চ মাসে তিনি ভারতে আসেন। মাস দুয়েক আগে তিনি ভর্তি হন শহরের আর এন টেগোর হাসপাতালে। তবে তাঁর অস্ত্রোপচার নিয়ে বেশ কিছু বিষয় ভাবাচ্ছিল হাসপাতালে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমত ওই রোগী এইচআইভি (HIV) আক্রান্ত। দ্বিতীয়ত, তাকে কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর ভাই।
কিন্তু সেখানেও সমস্যা দেখা যায়। কারণ রোগীর রক্ত ‘ও’ নেগেটিভ এবং তাঁর ভাই যিনি কিডনি দেবেন তাঁর রক্ত ‘এ’ পজেটিভ। দুজনের রক্তের গ্রুপ আলাদা হওয়ার কারণে শুরু হয় দফায় দফায় পরীক্ষা এবং বিশেষ চিকিৎসা। অবশেষে অক্টোবর মাসের ২৭ তারিখে কিডনি প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। আর এন টেগোর হাসপাতালের চিকিৎসক প্রতীক দাস এই রোগীর অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন। চিকিৎসক জানান, বর্তমানে রোগী একেবারেই সুস্থ রয়েছেন। তাঁর ওষুধের ডোজ অ্যাডজাস্ট করা হয়েছে এবং এইচআইভি ট্রিটমেন্টের দিক থেকেও বিশেষ কোনো অসুবিধা নেই এই মুহূর্তে। কয়েকটি ফলোআপের পর ফের ওই রোগী নিজের দেশে সুস্থভাবে ফিরে যেতে পারবেন বলেই জানিয়েছেন তিনি।
হাসপাতালের দাবি, এই রাজ্যে এর আগে এমন বিরল এবং জটিল অস্ত্রোপচার হয়নি। তবে এবার তাতে সফলতা পেয়েছে আর এন টেগোর হাসপাতাল। রোগী এবং রোগীর পরিবার উভয়েই এই চিকিৎসা পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি। সমস্যার সমাধান মেলায় স্বস্তি পেয়েছেন সুদূর পশ্চিম আফ্রিকার ওই বাসিন্দারা। হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন খোদ রোগী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম