।। প্রথম কলকাতা ।।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হল প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজাকে। আগামী চার মাসের জন্য ক্রিকেট বিষয়ক পরিচালনার জন্য নাজাম শেঠির নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রামিজ রাজাকে সরিয়ে দেয় পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জারি করা এই বিজ্ঞপ্তিটিকে ফেডারেল মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হতে হবে, যা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা।
২০২১ সালের সেপ্টেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কর্তৃক বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পর রামিজ রাজা ১৫ মাস পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রামিজ রাজা তার পূর্বসূরি এহসান মানি পদ থেকে সরে যাওয়ার পর পিসিবির ৩৬ তম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সঙ্গে ইজাজ বাট (২০০৮-১১), জাভেদ বুরকি (১৯৯৪-৯৫) এবং আবদুল হাফিজ কারদার (১৯৭২-৭৭) এর পরে তিনি চতুর্থ প্রাক্তন ক্রিকেটার যিনি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। শেঠি ২০১৩-১৮ সালের মধ্যে পিসিবি-এর চেয়ারম্যান এবং সিইও ছিলেন। ইমরান ও তার দল ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পরপরই পদত্যাগ করেছিলেন নাজাম শেঠি। যদিও ২৬শে ডিসেম্বর করাচিতে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের কয়েকদিন আগে পিসিবি বা রামিজ রাজার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।