।। প্রথম কলকাতা ।।
Belur Math: ২১ ফেব্রুয়ারি দিনটি বেশ কয়েকটি দিক থেকেই বিশেষ। একদিকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা পালিত হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে এদেশের পশ্চিমবঙ্গ রাজ্যে। এমনকি বিদেশে বসবাসকারী বাঙালি কমিউনিটির মধ্যেও। অন্যদিকে আজ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের (Shri Ramkrishna Dev) ১৮৮ তম জন্মবার্ষিকী উৎসব পালন। তাঁর জন্মতিথি উপলক্ষ্যে অন্যরকম ভাবে সেজে উঠেছে বেলুড় মঠ (Belur Math)। ভোর সাড়ে চারটা থেকেই শুরু হয়ে গিয়েছে একের পর এক আচার অনুষ্ঠান। আজ সারাদিন বেলুড় মঠ প্রাঙ্গণে শত শত ভক্তের আগমন লক্ষ্য করা যাবে অন্যান্য বছরের মতোই।
মঙ্গলবার ভোর সাড়ে চারটের সময় মূল মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সেখানে বেদ পাঠ করা হয় এবং গাওয়া হয় স্তব গান। এরপর বেলুড় মঠের মাঠে ঘুরে ঊষা কীর্তন করেন সন্ন্যাসী এবং ভক্তবৃন্দরা। এই দিনটিকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে যে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছিল তা অনুসারে একাধিক স্বামীজিরা (Swamiji) অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। সকাল সাড়ে দশটা থেকে ১১:২৫ মিনিট পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা চলবে। তাতে উপস্থিত থাকবেন স্বামী অমিতেশানন্দ মহারাজ বংশীবাদন চলবে সাড়ে এগারোটা থেকে ১২.২০ মিনিট পর্যন্ত ।
তারপর একটি গীতিনাট্য অনুষ্ঠিত হবে যেখানে অংশ নেবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। এছাড়াও ভজন, ধর্মসভা এবং শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী বিষয়ে একাধিক পাঠ ও ব্যাখ্যা চলবে। তাতে উপস্থিত থাকবেন স্বামী সুবীরানন্দ মহারাজ, স্বামী চেতনানন্দ মহারাজ, স্বামী ঈশ্বত্মানন্দ মহারাজ এবং স্বামী রাঘবেন্দ্রানন্দ মহারাজ। সকাল থেকেই অগণিত ভক্তের সমাগম দেখতে পাওয়া গিয়েছে বেলুড় মঠ প্রাঙ্গণে। আর আগত দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি ভোগের। করোনা পরবর্তীকালে বিপুল উৎসাহ নিয়ে বেলুড় মঠে পালন করা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি উৎসব। সম্পূর্ণ উৎসবটি বেলুড় রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার (Live Streaming) করা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম