।।প্রথম কলকাতা।।
Rakhi Sawant: BMW- র লোভেই আদিলকে বিয়ে করেছিলেন রাখি সাওয়ান্ত?নিজেই ফাঁস করলেন সত্যিটা! একটা গাড়ির লোভে কত কিনা করলেন ড্রামা কুইন( drama queen)। শুটিংয়ে ফিরলেন রাখি সাওয়ান্ত( Rakhi Sawant) ।সঙ্গে কিন্তু সেই BMW!তাহলে কি আদিলকে (adil Khan)ব্যবহার করলেন রাখি?প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
লোভে পড়েই এত কাণ্ড? ২০২০ সাল থেকে রাখি বলে আসছেন এই মুহূর্তে তাঁর টাকার প্রয়োজন।না হলে তিনি দেউলিয়া হয়ে যেতে পারেন। তার কাছে যা অর্থ এবং সম্পত্তি ছিল তার সব প্রায় শেষ হয়ে গিয়েছে ব্যক্তিগত জীবনে রাখি সাওয়ান্তের( Rakhi Sawant) সঙ্গে জালিয়াতি করে নাকি সমস্ত সম্পত্তি লুঠ করে নেওয়া হয়েছে । অভিযোগ করেছিলেন রাখি।তারপর এই রাখির জীবনে আদিল আসে।টাকার লোভেই প্রথম থেকে আদিলকে পছন্দ ড্রামা কুইনের। এমনই শোনা যায় বলিপাড়ায়।
রাখি নিজেই বলেছিলেন দুবাইয়ে ( Dubai)আমার নামে একটা বাড়ি কিনেছে আদিল।আমাকে একটা বিএমডাব্লিউও( BMW) দিয়েছে।আদিলের উপর এত অভিযোগ রাখির।সেগুলো আগে কেন মনে পড়েনি?প্রশ্ন তুলছেন নেটিজেনরা। নেটিজেনরা বলছেন, গাড়িটি যদি তার কাছে বোঝা হয়ে থাকে তাহলে কেন এখনো তিনি ব্যবহার করে চলেছেন?যে আদিলকে নিয়ে রাখির এত অভিযোগ সেই আদিলের( Adil Khan) গাড়ি ব্যবহার করতে রাখির সমস্যাই হচ্ছে না! উল্টে দিব্যি আছেন জীবনের নানা টানাপোড়নের মধ্যে ফের কাজে যোগ দিলেন ড্রামা কুইন।একটা মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে সেখানেই তিনি বললেন, “একটা bmw আমার জীবনের সর্বনাশ করে দিল এই বিএমডাব্লুটা না থাকলে এত কিছু হতো না!”
এমনকি তিনি জানান আদিলের সঙ্গে তিনি জেলে গিয়ে দেখা করে এসেছেন।
আদিল যদি ক্ষমা চায় তাহলে তিনি আবার নিজের সংসার গুছিয়ে নেবেন,বলেন ড্রামা কুইন সম্প্রতি সাংবাদিকদের সামনে রাখি জানান,তিনি হিন্দু তাই আদিল দুরানির পরিবার।তাঁকে গ্রহণ করছে না ।মাইসুরু আদালতের বাইরে দাঁড়িয়ে রাখি সাংবাদিকদের বলেন, আদিল আমায় বিয়ে করেছে। আর আমি বিচার চাই। আদিলের বাবার সঙ্গে কথা হয়েছিল ড্রামা কুইনের, তখন তিনি বলেছিলেন,”ওঁরা আমায় মানতে পারবেন না কারণ আমি হিন্দু,আমি তখন ওদের বলি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার ছেলে আমায় বিয়ে করেছে।একথা শুনে উনি আমার ফোন কেটে দেন আদিল সবসময় আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়”রাখি -আদিলের সম্পর্ক এরপর কোন দিকে গড়ায়। সেদিকেই তাকিয়ে নেটজনরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম