।। প্রথম কলকাতা ।।
Raj Yog 2023: আর কয়েকটা দিন পরেই নতুন বছর (New Year) শুরু। ২০২২ এর খারাপ লাগা, ভালো লাগা মুহূর্তগুলি তখন পিছনে পড়ে থাকবে। মানুষ নতুন করে আঁকড়ে ধরবে ২০২৩ কে। শুরু হবে নতুন স্বপ্ন নিয়ে নতুন বছরের পথচলা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, নতুন বছরে বেশ অনেকগুলি শুভ এবং অশুভ যোগ তৈরি হয়েছে। এর সঙ্গে কোন বৈজ্ঞানিক যুক্তি না থাকলেও প্রচলিত বিশ্বাস এবং ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠা এই বিষয়গুলিকে অনেকেই মনে প্রাণে মেনে চলেন। ২০২৩ সালে কয়েকটি রাশিতে রয়েছে বিপরীত রাজযোগ (Vipreet Rajyog)। বিশেষ করে তিন রাশির জাতক জাতিকারা রাজযোগের কারণে বিশেষভাবে উপকৃত হতে চলেছেন।
যদি কোন জাতকের কোষ্ঠীতে রাজযোগ থাকে তাহলে মনে করা হয় সেই ব্যক্তির ভাগ্য বেশ ভালো। আবার কখনো বা গ্রহগতির কারণে রাজযোগ হয়, যার প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের উপর। অনেকেই বিপরীত রাজযোগের নাম শুনে একটু চিন্তায় পড়ে যান। ভাবেন হয়ত এর ফলাফল গুলি ভালো নাও হতে পারে। যদিও এই ধারণা একেবারেই ভুল। বিপরীত রাজযোগের (Vipreet Rajyog) সঙ্গে শুভ প্রভাব জড়িয়ে রয়েছে। জ্যোতিষ শাস্ত্রে তিন ধরনের রাজযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম হল বিপরীত রাজযোগ। এই যোগকে বৈদিক জ্যোতিষ শাস্ত্রের সবচেয়ে রহস্যময় রাজযোগগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়ে থাকে। এটি অত্যন্ত শক্তিশালী, যা মানুষের জীবনে সম্পূর্ণ সাফল্যের নিশ্চয়তা প্রদান করে। এই যোগের ফলে ব্যক্তির জীবনের দুর্ভাগ্য কেটে গিয়ে সাফল্যের বন্যা বয়ে যায়। ২০২৩ সালে কোন কোন রাশির ভাগ্যে এই বিপরীত রাজযোগের প্রভাব পড়তে চলেছে একটু জেনে নিন।
(১) কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের বিপরীত রাজযোগ গঠনের মাধ্যমে শুভ দিন শুরু হতে পারে। নতুন বছরে শনি তার রাশিচক্রে ষষ্ঠ ঘরের অধিপতি। কুম্ভ রাশিতে আসার পর শনি তার রাশি থেকে ষষ্ঠ স্থানে প্রবেশ করবেন। এর ফলে কন্যা রাশির জাতক জাতিকারা আদালতের মামলায় সাফল্য পেতে পারেন। গোপন শত্রুদের চিনতে পারবেন এবং তাদের সহজে হারাতে পারবেন। এছাড়াও প্রতিযোগী শিক্ষার্থীরা এই সময়ে যে কোনো পরীক্ষায় ভালো নম্বর নিয়ে সফল হবেন। পুরনো কিছু রোগ থেকে মুক্তি পেতে পারেন।
(২) কর্কট রাশি
বিপরীত রাজযোগের (Vipreet Rajyog) কারণে প্রচুর অর্থ লাভের সুযোগ রয়েছে। কারণ শনিদেব আপনার রাশিফলের অষ্টম ঘরের অধিপতি। সেই কারণেই জানুয়ারিতে যখন শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, তখন অর্থ লাভের সুযোগ রয়েছে। এছাড়াও যারা রাজনীতিতে সক্রিয় তারা এই সময়ে পদ পেতে পারেন। এছাড়াও বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
(৩) ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিপরীত রাজ যোগ গঠনের কারণে অর্থনৈতিক সুবিধা হতে পারে। কারণ শনি নতুন বছরে তৃতীয় ঘরের অধিপতি। ২০২৩ সালে শনিদেব শুধুমাত্র ধনু রাশিফলের তৃতীয় ঘরে প্রবেশ করবেন। শনিদেব গমনের সাথে সাথে সাড়েসাতি থেকে মুক্তি মিলবে। পাশাপশি এই সময়ে কর্ম-ব্যবসায় সাফল্য পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাসের বৃদ্ধি হবে। একই সময়ে, বন্ধুর সাহায্যে লাভের সুযোগ রয়েছে। এছাড়া পৈতৃক সম্পত্তির সুবিধাও পেতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম