।। প্রথম কলকাতা ।।
Rajinikanth: সবকিছু ছেড়ে হিমালয়ে পাড়ি দিলেন সুপারস্টার রজনীকান্ত। সন্ন্যাস নিলেন নাকি? শান্তির খোঁজেই কি হিমালয়ের কোলে ‘থালাইভা’? সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল রজনীকান্তের ছবি। ভক্তদের তো মাথায় হাত। তবে কি আর পর্দায় দেখা যাবেনা থালাইভাকে? ব্যাপারটা কী? অভিনেতার ঘনিষ্ঠ মহল কী বলছে?
‘রজনীকান্ত’, সিনেমা হিট করানোর জন্য ব্যাস এই নামটুকুই যথেষ্ট। সত্তর পেরিয়ে গেলেও তিনি এখনও স্টাইল আইকন। তার চলন-বলন সবেতেই এক আলাদা আকর্ষণ। এহেন রজনীকান্ত নাকি সিনেমা ছেড়ে পাড়ি দিয়েছেন হিমালয়ে। শান্তির খোঁজে নাকি চুপিসারে পাহাড়ে চলে গেছেন মেগাস্টার। সন্ন্যাস নিলেন নাকি? হঠাৎ এমন পদক্ষেপ কেন? সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা।
শোনা যাচ্ছে, দুবাই সফর থেকে ফিরেই হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন রজনীকান্ত। সেখান থেকেই ভাইরাল হয়েছে তার ছবি। যেখানে দেখা যাচ্ছে সাদা লুঙ্গি ও সাদা শার্ট পরে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন রজনীকান্ত। পেছনে শ্বেতশুভ্র হিমালয় পর্বতমালা। চোখে কালো চশমা। মুখে সেই অতিপরিচিত হাসি। এত বড় সুপারস্টার হয়েও একেবারে সাধারণ রজনী!
ছবিটি ভাইরাল হতেই জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। তিনি কি তবে সত্যি সত্যিই হিমালয়ে চলে গেলেন? আর কী তাকে পর্দায় দেখা যাবেনা? বাস্তবিকই ব্যাকুল হয়ে উঠেছে ভক্তরা। তবে বলি, এতটাও অস্থিরতা হওয়ার কোনও কারণ নেই। হিমালয়ে তিনি প্রতিবছরই গিয়ে থাকেন। শোনা যায়, রজনীকান্ত প্রতিবছরই প্রায় ১৫ দিনের জন্য হিমালয়ে ভ্রমণ করেন। কেদারনাথ ও বদরিনাথ দর্শনে যান অভিনেতা। আর এবারও দুবাই থেকে ফিরেই সেই সফরে গেছেন থালাইভা। আর তার মাঝেই হয়েছেন ক্যামেরাবন্দি।
এটা হয়ত আপনারা জানেন যে, অভিনেতা বরাবরই মহাবতার বাবাজির একজন ভক্ত। ২০০২ সালের তামিল ছবি ‘বাবা’ থেকে বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। মাঝে মাঝেই আধ্যাত্মিকতার খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ান তিনি। শোনা যায়, নিয়মিত ধ্যানও করেন অভিনেতা। এমনকি সাধু সন্ন্যাসীদের প্রতি তার ভক্তির কথা নিজে মুখেই জানিয়েছেন রজনীকান্ত।
গত বছর তো যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করে বিতর্কের মুখে পড়েছিলেন রজনীকান্ত। যে রজনীকান্তকে সবাই ভগবানের মত ভক্তি করে, তিনি কেন ২০ বছরের ছোট যোগীকে প্রণাম করতে গেলেন? এটা নিয়েই উঠেছিল প্রশ্ন। যদিও তাতে রজনীকান্তের বেশ সহজসরল জবাব ছিল।
নিন্দুকদের এক কথাতেই চুপ করিয়ে দিয়েছিলেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, ‘সন্ন্যাসী বা যোগীকে সবসময়ই পা ছুঁয়ে প্রণাম করি। তা সে ছোট হোক বা বড় হোক। সে যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাক না কেন, আমি তাঁকে এভাবেই সম্মান করি।’ কাজের কথা বললে, এই বছরই মুক্তি পাবে ‘ভেত্তাইয়ান’। এছাড়াও ‘কুলি’ নামের একটি ছবির শ্যুটিং শুরু করবেন। অর্থাৎ ডবল ধামাকার জন্য তৈরি থাকুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম