।। প্রথম কলকাতা ।।
DDLJ: তাঁকে সাধারণত রোমান্স কিংই বলা হয়ে থাকে। যদিওবা সম্প্রতি তাঁর আরেকটি রূপ সামনে এসেছে। কিন্তু ভক্তকূলের কাছে তিনি ‘প্রেমের রাজা’। আর তাই প্রেমের সপ্তাহে তাঁর ছবি পুনরায় রিলিজ করা দর্শকদের জন্য একটা বাড়তি পাওনা। গত ২৫ জানুয়ারি শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan) রিলিজ হওয়ার পর থেকে, দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই। বক্স অফিসে ঝড় তুলেছে পাঠান। আর এরই মাঝে আজ শুক্রবার, ফের একবার বড় পর্দায় রিলিজ হতে চলেছে শাহরুখ-কাজলের (Shah Rukh-Kajol) সুপারহিট ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ)। আগামী এক সপ্তাহের জন্য হলে থাকবে এই ছবি। মুম্বই, পুনে, আহমেদাবাদ, লখনউ, নয়ডা, দেরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৩৭টি শহরে মুক্তি পাচ্ছে ছবি। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই।
১৯৯৫-এ মুক্তি পাওয়া এই ছবি সিনেমা হলে বহুদিন ধরে চলেছে এবং রেকর্ড গড়েছে। সে সময় সব থেকে বেশি টাকার ব্যবসা করেছিল ছবিটি। আর এটি যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার পরিচালক হিসেবে প্রথম কাজ। তাই একটু বেশি স্পেশাল। বর্তমানে ‘পাঠান’-এর কারণে বাদশাকে নিয়ে অনুরাগী মহলে উচ্ছ্বাসের শেষ নেই। এবার একসঙ্গে ‘রাজ’ আর ‘পাঠান’কে সিনেমা হলে দেখার সুযোগ পাবেন বাদশার ভক্তকূল। সর্ষে ক্ষেতের উপর দিয়ে সিমরণের ছুটে যাওয়া আর অপরদিকে রাজের হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকা, সেই নস্টালজিয়া ফের উপভোগ করবে দর্শকরা। ‘যা সিমরণ জি লে আপনি জিন্দেগি’ অমরেশ পুরীর সেই জনপ্রিয় ডায়লগ আজও মানুষের মনে রয়ে গিয়েছে।
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখে এই সুপারহিট ছবিকে হলে মুক্তি দেওয়া হচ্ছে। আর সিনেমপ্রেমীদের জন্য এটা চমকের থেকে বড় কিছু নয়। ‘পাঠান’- এর অ্যাকশনের সঙ্গে থাকছে রাজ-সিমরণ-এর রোমান্স। বিষয়টা পুরো জমে ক্ষীর।তবে বর্তমান প্রজন্ম কিং খানের এই রোমান্টিক লুক কতটা পছন্দ করে, সেটাই দেখার। নাকি ‘পাঠান’-এর মত অ্যাকশন সিকোয়েন্স করতে তাঁকে দেখতে চায় নতুন প্রজন্ম, তা বোঝা যাবে আগামী কয়েক দিনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম