।। প্রথম কলকাতা ।।
Weather update: বৃহস্পতিবার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। শুক্রবারও আবহাওয়া একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকায় প্রবেশ করবে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে শুক্রবার সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষণের তীব্রতা কমতে পারে। যদিও শনি এবং রবিবার মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম