।। প্রথম কলকাতা ।।
Eastern Railway: বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনার পর টনক নড়ল রেল কর্তৃপক্ষের। বর্ধমানে শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পর রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসল। এবার পূর্ব রেলের সব ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষার ভাবনা সিদ্ধান্ত নিল রেল। নিরাপত্তার স্বার্থে ট্যাঙ্ক এলাকায় থাকা বস্তিবাসী ও দোকানদারের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হল। রক্ষণাবেক্ষণের অভাবে যে কোনও মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র মারফত খবর মিলেছে, বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে ভেঙে পড়া জল ট্যাঙ্কের জায়গা খতিয়ে দেখার সঙ্গে তদন্তকারীরা সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, আধুনিক পদ্ধতিতে ‘স্বাস্থ্য পরীক্ষা’ করা হবে হাওড়া, মালদা, আসানসোল ও শিয়ালদহ ডিভিশনের সব স্টেশনে পুরনো জল ট্যাঙ্কগুলি। সেই রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে।
প্রসঙ্গত, বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। গত বুধবার দুপুর ১২টা ১০ নাগাদ স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ২৫ হাজার ৮০০ লিটারের একটি জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ে। ঘটনার সময় গোটা স্টেশন চত্বর জুড়ে ছিল প্রচন্ড ভিড়। সেই সময় এই বিপত্তিটি ঘটে। মৃত্যু হয় ৩ জনের , আহত হন প্রায় ৩৪ জন। এই দুর্ঘটনার পর রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয় । রেলের তরফে যোগাযোগ করতে বলা হয়েছিল 033-2640 2242 এবং 22933 এই দুটি নম্বরের। শুধু রেল নয় এর পাশাপাশি, রাজ্য সরকারের তরফেও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাতে চিকিৎসার সুব্যবস্থা হয় সেদিক নজর রাখা হয়েছিল। খবর মিলেছে, এখনও ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে উঠছেন। দু’এক-দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম