।। প্রথম কলকাতা ।।
Indian Railways: রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর। গ্রাহক সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের। রেলের নয়া সিদ্ধান্তে উপকৃত হবেন লাখ লাখ মানুষ। নতুন নিয়মে সুবিধা বাড়ল যাত্রীদের। জানেন ঠিক কী কী বদল এনেছে রেল কর্তৃপক্ষ? না দেখলে কিন্তু সত্যিই পস্তাতে হবে আপনাকে। জানেন কারা পাবেন সেই সুবিধা? আপনিও কি রয়েছেন সুবিধাভোগীদের তালিকায়? তাহলে আর সময় নষ্ট কেন? ঝটপট দেখে নিন সম্পূর্ণ তথ্য।
কমবেশি প্রতিটি ভারতীয়র কাছেই রেলযাত্রা মানেই নস্টালজিয়া। আর দুরপাল্লার সফর হলে তো কোনও কথাই নেই। কানে হেডফোন গুঁজে জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে বহুদুর চলে যাওয়া যায়। এমনকি সেই সময়টা তো এটাও মনে হয় যে, এই পথ যদি সত্যিই শেষ না হত তাহলে কতই না ভালো হত? আচ্ছা আপনারও কি মনে হয় এরকম? আপনিও কি রেলে ভ্রমণ করতে ভালোবাসেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই দেখা উচিত।
আসলে রেলযাত্রায় নস্টালজিয়া যেমন রয়েছে তেমন ঝক্কিও রয়েছে। যার মধ্যে একটা হল টিকিট বুকিং। আজকালকার দিনে দুরপাল্লার ট্রেনে টিকিট পাওয়াই একটা বড় সমস্যা। আবার টিকিট পাওয়া গেলেও দেখা যায় লোয়ার বার্থ মিলছেনা। অথচ আপনার বাড়িতে হয়ত একজন সিনিয়র সিটিজেন আছেন, যার জন্য লোয়ার বার্থের সিট দরকার। এমন অবস্থায় কেমন নাজেহাল হতে হয় বলুন তো? আর এবার যাত্রীদের সেই অসুবিধার কথা মাথায় রেখেই এই বিরাট পরিবর্তন নিয়ে এল ভারতীয় রেল।
রেল বলছে, আর নয়। এবার যাদের প্রয়োজন তারা নিশ্চয় পাবেন লোরায় বার্থ। এবার থেকে লোয়ার বার্থে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের অধিকার থাকবে সবার বেশি। এবার হয়ত ভাববেন যে এই নিয়ম তো আগেও ছিল। এ আর নতুন কী? আসলে নতুন এটাই যে, এবার থেকে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার বার্থ অপশন নয়, বরং বাধ্যতামূলক করা হল।
রেল জানিয়েছে, এবার থেকে স্লিপার কোচের প্রতিটি বগিতে ২টো থেকে ৪টে নীচের এবং মাঝের সিট সংরক্ষিত থাকা আবশ্যক। অন্যদিকে এসি থ্রি টিয়ার কোচেও ২টি সিট সংরক্ষিত রাখার কথা বলেছে ভারতীয় রেল। সেইসাথে লোয়ার বার্থের সুবিধা পাবেন কিছু মহিলারাও।
ভারতীয় রেল জানাচ্ছে, দূরপাল্লার ট্রেনে যেসব মহিলা একা সফর করছেন বা একা শিশুকে নিয়ে সফর করছেন তারাও এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তারাও সহজেই লোয়ার বার্থ বুক করতে পারবেন। অর্থাৎ যাদের আসলেই লোয়ার বার্থের প্রয়োজন তাদের কাউকেই বঞ্চিত করবেনা ভারতীয় রেল। তারপর থেকেই নেটিজেনরা বলছেন, রেলের এই নতুন নিয়মের ফলে ব্যাপক সুবিধা হতে চলেছে প্রবীণ নাগরিক এবং একা সফর করা মহিলাদের।
তবে এছাড়া অন্যান্য সাধারণ যাত্রীদের জন্য সহজে লোয়ার বার্থের সিট পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার হল বৈকি। তবে আপনার যদি একান্তই লোয়ার বার্থ প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে সব সিট বুক হয়ে যাওয়ার আগেই টিকিট কাটার পরামর্শ দিচ্ছে ভারতীয় রেল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম