।। প্রথম কলকাতা ।।
Howrah Station: প্রতিদিন কয়েক হাজার যাত্রীর আগমন ঘটে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে (Howrah Station)। রাজ্যের সবথেকে ব্যস্ত এই স্টেশনে যাত্রীদের আনাগোনা লেগেই থাকে। তাই এবার নতুন আর্থিক বর্ষে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া স্টেশনের ভোল বদলাতে চলেছে। এমনটাই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে। হাওড়া স্টেশনকে নতুন ভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। আর সেই কাজ আগামী অর্থ বর্ষ থেকে শুরু হতে পারে, এমনটাই আশ্বাস দিয়েছেন পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন।
এই স্টেশনে প্রতিদিন প্রায় দশ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হন বহু মানুষ। সেখান থেকে আবার অন্য ট্রেনের মাধ্যমে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন ভিন রাজ্যে। বর্তমানে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন যাতায়াত করে প্রায় আড়াইশো জোড়া। আর দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের সংখ্যা ২৫২ টি। কাজেই হাওড়া স্টেশনে যাতায়াত করা ট্রেনের সংখ্যা যে অনেকটাই বেশি তা বলাই বাহুল্য। আর এই সকল ট্রেনগুলিকে সামাল দিতে হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় রেল কর্তৃপক্ষের।
বর্তমান সময়ের যে সমস্যাগুলি হাওড়া স্টেশনে দেখতে পাওয়া যাচ্ছে তা হল লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম না পাওয়া। যে সকল লোকাল ট্রেন গুলি প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদেরকে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই ট্রেন নির্ধারিত সময়ের পরে প্ল্যাটফর্মে ঢুকছে অথবা খুবই ধীরগতিতে চলছে। এটা সমস্যা তৈরি করছে অফিস যাত্রীদের জন্য। তাই পূর্ব রেলের হাতে বর্তমানে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে, বাড়ানো হবে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা, লাইনের সংখ্যাও বাড়তে পারে। এইসব পরিবর্তনের মাধ্যমে ট্রেন সময়ে ঢোকার একটা সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, এই সমস্ত পরিকল্পনায় অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। এছাড়াও রেলমন্ত্রী বেশ কিছুদিন আগেই বন্দে ভারত মেট্রোর কথা জানিয়েছিলেন। সব মিলিয়ে ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের সুবিধাকে সব সময় সামনে রাখা হয়েছে। এখনও যাত্রী সুবিধাকে মাথায় রেখেই একাধিক পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম