।। প্রথম কলকাতা ।।
ভারত আর রাশিয়া মিলে পাকিস্তানকে খেলা দেখাবে। মোদী কেন তেজস চালালেন হঠাৎ? পুতিনের বড় অফার লুফে নিলেন নরেন্দ্র মোদী। ভারত শুধু হাতিয়ার কিনবেই না, প্ল্যান অনেক বড়। অনেক পর দুনিয়াকে চমকে দিয়ে বড় খবর দিল দিল্লি ও মস্কো। এই খবর যেমন পাকিস্তানের জন্য ব্যাড নিউজ। সেরকমই চীনও অবাক হয়ে যাচ্ছে রাশিয়াকে এই ভূমিকায় দেখে। মোদীকে এইরূপে দেখে পাকিস্তান থরথর করে কাঁপছে। ভারতে তৈরি তেজস বিমানে চড়ে সওয়ার নমো। এই ছবি শত্রুদের বুকে ভয় ধরাচ্ছে। সেই সঙ্গে কোন একটা নয় দু দুটো খতরনাক অস্ত্রের ডিল আর সেটা কোনও ছোটখাটো ডিল নয়, মোদী সরকার এর থেকে তুলতে চলেছে অন্য ফায়দা। বিশ্বে যুদ্ধবিমান তৈরিতে রাশিয়ার দাপটের কথা কে না জানে। এরই মধ্যে তারা বহুবার তাদের শক্তির পরিচয়ও দিয়েছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-থার্টি ফাইভ মডেলের যুদ্ধবিমানকে টেক্কা দিতে এবার পঞ্চম প্রজন্মের প্রটোটাইপ সুখোই। ২০২১ সালেই এই যুদ্ধবিমানের পরিচয় বিশ্বের সঙ্গে করিয়ে দিয়েছিলেন পুতিন।
এবার ভারত কিনছে সেই ফাইটার জেটই রাশিয়া থেকে।শুধু ফিফথ জেনারেশনের সুখোই নয় সঙ্গে রয়েছে স্বল্পপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইগলা এস। Sukhoi Su-57 রাশিয়ার প্রথম স্টিলথ বিমান একজন পাইলট এটি ওড়ান। এই ফাইটার জেটের দৈর্ঘ্য ৬৫.১১ ফুট। ডানার বিস্তার ৪৬.৩ ফুট এবং উচ্চতা ১৫.১ ফুট, সর্বোচ্চ গতি ২১৩৫ কিমি/ঘণ্টা। সুপারসনিক রেঞ্জ ১৫০০ কিমি।রাশিয়া এখনও পর্যন্ত ৩২টি Su-57 যুদ্ধবিমান তৈরি করেছে। Su-57 ফাইটার জেটে দুটি Saturn L-41F1। আফটারবার্নিং টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে যা এটিকে ৮৮ থেকে ১৪৭ কিলোনিউটন শক্তি দেয়। তাদের সাহায্যে এটি সর্বোচ্চ ৬৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছতে পারে। এর পরিসীমা ৩৫০০ কিলোমিটার। যদি দুটি আউটবোর্ড ফুয়েল ট্যাঙ্কের ব্যবস্থা করা হয় তবে এটি ৪৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
এটা যেমন চমক তার থেকে বড় চমক হল ভারত শুধু এই দুর্ধর্ষ হাতিয়ার কিনবেই এবার ভারতেও শুরু হতে চলেছে এর প্রোডাকশন। দিল্লি এখন যে দেশ থেকে যে যুদ্ধাস্ত্রই কেনে সেটাকে মেক ইন ইন্ডিয়া ইনিসিয়েটিভের আন্ডারেই নেয় ভারত। এর মানে হাতিয়ারের প্রোডাকশন তো ভারতে হবে। হাতিয়ারের টেকনলজিও থাকবে ভারতেই হাতে। ভারত তার দেশের জলবায়ু ও ভূগোল অনুযায়ী পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করবে। এর মানে ভারত কিনবেও ভারত বেচবেও। রাশিয়ার সঙ্গে হল না মোদী সরকারের এক ঢিলে দু পাখি মারা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম