।। প্রথম কলকাতা ।।
মোদীর তেল কূটনীতিতে ঘাবড়ে গেল রাশিয়া। জ্বালানি তেলে ভারতকে ফের বড় ছাড় মস্কোর। ডিসকাউন্ট নিয়ে পুতিন রাজনীতি করার আগে সাবধান। ভারতের দৌড় কত দূরে বুঝে গেছে ক্রেমলিন। চীনের মতো কোনঠাসা হতে কোনওমতেই চাইছে না রাশিয়া। ভারতের জ্বালানি তেলের ছাড় কমিয়ে দিয়েছিল না মস্কো? তাহলে এমন কী হল যে ফের বড়সড় ডিসকাউন্ট ক্রুড ওয়েলে রাশিয়া দিতে চলেছে ভারতকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র এক মাসে কোন খেলা খেলে দিলেন। ভারতকে ইগনোর করা যাবে না। তথ্য বলছে ভারতকে পার ব্যারেল তেলে ২০ ডলার ডিসকাউন্ট দিতে চলেছে রাশিয়া। যেখানে ৯ জুলাইয়ের এই রিপোর্ট বলছে ছাড় কমিয়ে পার বেরেলে ৪ ডলার করে দিয়েছিল পুতিনের দেশ। শুধু তাই নয় চাইনিজ মুদ্রা ইউয়ানেই পেমেন্ট করলেই ভারত কিনতে পারবে রাশিয়ান তেল এমনও শর্ত দেওয়া হয়েছিল।
কূটনৈতিক মহলের দাবি ক্রেমলিনের ভুল ভেঙে গিয়েছে। যে ভারত জ্বালানি তেলে শুধুমাত্র রাশিয়ার ওপরই নির্ভর করে মোদীর আরব আমিরাত সফরই কি চোখ খুলে দিল মস্কোর? ইরাকের সঙ্গে সম্প্রতি দিল্লির যোগাযোগ হয়। জ্বালানি তেল কেনা নিয়ে ইরাক যেন ভারতের জন্যই অপেক্ষা করছিল। জানিয়ে দেওয়া হয় ১০০ ব্যারেল তেল কিনলে ৫০ ব্যারেলের দাম রূপিতেও মেটাতে পারে ভারত পরে বাকী ৫০ ব্যারেলের দাম ডলারে দিলেও চলবে। এমনকি ভারতের ক্রেডিট লাইন বাড়িয়ে দেয় ইরাক। আরব আমিরাতে মোদী যাওয়ার পর বড় ডিল হয়ে যায় রূপি ও দিরহামেই এবার লেনদেন হবে জ্বালানি তেলের যার ফলে আন্তর্জাতিক বাজারে রূপির দর বাড়বে। রাশিয়ার সঙ্গেও কয়েক মাস আগে রূপিতেই তেলের লেনদেন শুরু করেছিল ভারত। কিন্তু একটা সময়ের পর মস্কোর ব্যাঙ্কগুলি রূপ গ্রহন করতে অস্বীকার করে দেয়।
কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, এমনটা হতেই পারে আরবের সঙ্গে নমোর এমন ডিলের পরই কার্যত আটকে গিয়েছে রাশিয়া। পুতিন সম্ভবত টের পেয়েছেন যুদ্ধের বাজারে ভারত তাদের থেকে মুখ ফেরালে দিল্লির নির্ভরতা রাশিয়ার ওপর কমে গেলে। বড়সড় চাপের মুখে পড়তে পারে রাশিয়ার অর্থনীতি। সেজন্যই এবার ৪ ডলার ডিসকাউন্ট থেকে বাড়িয়ে ২০ ডলার পার ব্যারেল৷ প্রশ্ন উঠছে এবার কি ভারত তেল কেনা ফের রাশিয়ার থেকে বাড়িয়ে দিতে পারে?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম