।। প্রথম কলকাতা ।।
পুতিন বড় প্যাকেজ নিয়ে নামছেন ইউক্রেন যুদ্ধে। কিম- জিনপিংয়ের লোক কী দিয়ে গেল রাশিয়াকে? অস্ত্র নাকি অন্য কিছু? দুটো গোপন মিটিং রাশিয়া বড় কিছু করতে চলেছে। বেজিংয়ে পাড়ি দেওয়ার আগেই বড় স্টেপ যুদ্ধে। আমেরিকার ৩ শত্রু পুতিন-কিম-জিনপিং। বন্ধ দরজার পিছনে লাগাতার বৈঠক তিনটে দেশের। কোন জবরদস্ত প্ল্যান নিয়ে ইউক্রেনের মাটি কাঁপাবেন পুতিন? ন্যাটো যা আভাস পেল তা মোটেই ভালো খবর নয় এতে শুধু ইউক্রেন-আমেরিকা নয় গোটা বিশ্ব ফের বিপদে পড়তে পারে। একেই রাশিয়ার কাছ থেকে পাঁচটি কামিকাজে ড্রোন, একটি জেনার-২৫ ড্রোন এবং বুলেটপ্রফ ভেস্ট পেয়েছেন কিম জং-উন। সেগুলো নিয়েই তিনি দেশে ফিরেছেন। একই সঙ্গে উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচিও আলাদা করে গুরুত্ব পেয়েছে পুতিন ও কিমের আলোচনায়।
রুশ প্রেসিডেন্ট পুতিন চীন যাওয়ার ঠিক আগেই কেন উত্তর কোরিয়ার কিম জং উন তাঁর সঙ্গে দেখা করলেন? আর এখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রয়েছেন রাশিয়ার সফরে। কূটনৈতিক মহল বলছে এটা আন্দাজ করা যায় ২০২৩ শেষের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড় কিছু ঘটবে। কারণ এই তিনটে দেশেরই একটাই টার্গেট সেটা হল আমেরিকার ক্ষতি। ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্কবাণী শোনাচ্ছেন তিনি ন্যাটোর জোট দেশগুলোকে বলছেন প্রস্তুত হতে কারণ ইউক্রেন যুদ্ধ এত জলদি শেষ হওয়ার নয়। কীভাবে স্কেডিউল সাজানো হয়েছে জানেন? ভ্লাদিমীর পুতিন যখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে মিটিং করবেন তখন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বৈঠক কিম জন উনের সঙ্গে এর মানে ক্রেমলিনে বসেই তৈরি হচ্ছে আরেক ব্লুপ্রিন্ট। রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের অস্ত্রের ডিলটা তাহলে পুরোপুরি পাকা হয়ে গেল? শুরু থেকেই কিমের রাশিয়া সফরের ওপর কড়া নজরে রেখেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া।যুক্তরাষ্ট্রে গোয়েন্দারা কি জানতে পারবেন কী কী প্ল্যান তৈরি হল?
কিমের সফরের মাঝেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ঠিক এখন মস্কোয় কেন এলেন? কূটনৈতিক মহল বলছে আগামী অক্টোবর মাসে চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য যুগান্তকারী সফরের মঞ্চ প্রস্তুত করবে এই সফর। একইসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে রাশিয়া সফরের সময় ওয়াং ই বার্ষিক নিরাপত্তা আলোচনার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভের সাথে দেখা করবেন। কিন্তু এসব কর্মসূচী তো অফিসিয়াল আনঅফিসিয়ালী পুতিনের সঙ্গে কোন আলোচনায় বসবেন? ওয়াং ই কিমের সঙ্গে কী ডিল হল উত্তর কোরিয়া-রাশিয়া কীভাবে এগোবে এই সব তথ্য কী পুতিন ফাঁস করবেন চীনা বিদেশমন্ত্রী কাছে। যাতে বরবারের মতো উত্তর কোরিয়াকে সাহায্য করা চীন এবার নতুন করে মস্কো ও পিয়ংইয়ংয়ের হাত শক্ত করে। বিশেষজ্ঞদের দাবি, কিম-পুতিন ও জিনপিংকে একসঙ্গে কন্ট্রোল করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবার কূটনীতির কোন খেলা খেলে সেটাই দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম