।। প্রথম কলকাতা ।।
মণ্ডপজুড়ে পুতুলনাচ! দমদম পার্ক ভারতচক্রে এবার অনন্য ভাবনা। প্রতিমায় রয়েছে বিশেষ চমক! প্রতিবার মণ্ডপ সজ্জায় বিশেষ ভাবনার সাক্ষর রাখে এই পুজো কমিটি। এবারের থিমের নাম ‘ভ্রান্তি’। পুজো দোরগোড়ায়। হাতে আর মাত্র কয়েকটা দিন। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে তুঙ্গে! শিল্পী অনির্বান দাসের ভাবনায় তৈরি হয়েছে এক অনন্য দৃশ্য। যা দেখে মুগ্ধ হবেন আপনিও।
২৩ বছরে পদার্পন করল দমদম পার্ক ভারত চক্রের এবারের পুজো। প্রতিবছরই তাদের চমক এনে দেয় উপচে পড়া ভিড়। এই বছর একেবারে অন্য ভাবনায় পুজো মণ্ডপ তৈরি করেছে দমদম পার্ক ভারত চক্র। থিমের পোশাকি নাম ‘ভ্রান্তি’! শব্দটি ছোটো হলেও অর্থটা কিন্তু বিস্তীর্ণ! শিল্পী বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে প্রত্যেকের ভাগ্যের সুতোই বাঁধা অন্য কারও হাতে। যে ভাবছে আমিই সকলকে সুতোর টানে নাচাচ্ছি, সে-ও কিন্তু আবার কারও হাতের পুতুল। পুতুল-নাচের দুনিয়ার মাধ্যমে সেই ভাবনারই প্রকাশ ঘটছে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে। ক্ষমতা নিয়ে মানুষের এই যে ভ্রান্তি- সেটাই এবার মণ্ডপসজ্জার থিম।
পুজো কমিটির তরফে জানানো হয়েছে , আসলে মানুষ ক্ষমতায় বলীয়ান হয়ে নিজেকে সর্বেসর্বা মনে করে। মনে করে, সেই সবাইকে নাচাচ্ছে। এমনকী ঈশ্বরকে পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আসলে মানুষের কোনও ক্ষমতাই নেই। আদতে সকলেই ঈশ্বরের হাতের পুতুল। পরমাপ্রকৃতির অঙ্গুলিহিলনে মানুষের ভাগ্য বদলায়। একটা অদৃশ্য হাত রয়েছে প্রত্যেক মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য।
মন্ডপজুড়ে দেখা যাবে বহু পুতুল। আর সেই পুতুলের নাচ মুগ্ধ করবে দর্শনার্থীদের। বাংলার মাটির ছোঁয়া আরও সৌন্দর্য বাড়াবে পুজো মণ্ডপের। মন্ডপ শয্যায় রাখা হয়েছে পরিবেশবান্ধব জিনিস। খড়,মাটি, বাঁশ,কাঠ, এই সমস্ত উপকরণে এই সুন্দরভাবে সেজে উঠেছে ভারতচক্রের মণ্ডপ। কালীঘাটের পটচিত্রের অনুকরণে রয়েছে বেশ কিছু পটচিত্র। প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। সেই চমক দেখার জন্য অবশ্যই কিন্তু আসতে হবে আপনাদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম