।। প্রথম কলকাতা ।।
রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বা ভাইজাগ স্টিল-কে (Vizag Steel) বিক্রি করতে চলেছে কেন্দ্র। বিশাখাপট্টনামে অবস্থিত এই লাভজনক (Profitable) ইস্পাত সংস্থায় সম্পূর্ণ অংশীদারিত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় সরকার। ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাসের শেষেই এই সংস্থা বিক্রির জন্য বেসরকারি ফার্মগুলির থেকে প্রস্তাব চাওয়া হবে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই এটির একটি প্রি-বিড পর্ব আয়োজন হয়েছিল। যেখানে RINL কেনার জন্য মোট ৭ টি সংস্থা আগ্রহ প্রকাশ করে। তবে এর মধ্যে সবচেয়ে বড় দাবিদার ছিল টাটা, আদানি গ্ৰুপ এবং JSW স্টিল। RINL বেসরকারিকরণ করার জন্য নভেম্বর মাসের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ২ তারিখে একটি রোডশো পর্ব আয়োজন করে সরকার।
আরও পড়ুন : Stationery business: কম পুঁজির ব্যবসা, সহজেই খুলে ফেলতে পারেন স্টেশনারি দোকান
লাভজনক সংস্থা রাষ্ট্রীয় ইস্পাত নিগম কিনতে ইচ্ছুক টাটা-আদানি
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০২১-২২ অর্থবর্ষে ২৮,২১৫ কোটি টাকার টার্নওভার এবং ৯১৩ কোটি টাকার মুনাফা অর্জন করে RINL। বার্ষিক ৭.৫ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই সংস্থার। দেশের মধ্যে ষষ্ঠ বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থা RINL।
শুধু তাই নয়, এই সংস্থার নামে রয়েছে ২২ হাজার একর জমি। ওয়াকিবহাল মহলের মতে, উল্লেখিত পরিসংখ্যানই বলে দেয় টাটা-আদানি ও JSW গ্রূপের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ RINL। তাছাড়া রাষ্ট্রীয় ইস্পাত নিগমের প্লান্ট গঙ্গাভরম বন্দরের (Gangavaram Port) কাছে অবস্থিত, যার মালিক আবার আদানি গ্ৰুপ।
আরও পড়ুন : Herbal Garden: শীতে বাড়িতে বানান ভেষজ বাগান, চিকিৎসার খরচ বাঁচবে
জানা গিয়েছে, ডিসেম্বরের শেষ নাগাদ RINL এর মূল্যমান (Valuation) নির্ধারণ করবে সরকার। সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হল, এই সংস্থার ১০০ শতাংশ স্টেক-ই বিক্রি করে দিতে চায় সরকার।
তবে এখানে কর্মরত শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রাখা হবে। যার জন্য আসন্ন দিনগুলিতে শ্রমিক ইউনিয়নের সাথে আরও একটি আলোচনা পর্ব আয়োজন করতে পারে কেন্দ্র। সবমিলিয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলির বেসরকারিকরণের যে পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে সেই তালিকায় নতুন নাম হিসাবে যোগ হল RINL এর।