।। প্রথম কলকাতা।।
Mehndi Making Business: ভারতে মেহেন্দি বর্তমানে প্রতিটি অনুষ্ঠানেই ব্যবহার করা হয়ে থাকে । জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে প্রায় প্রত্যেক মেয়েই হাতে এবং পায়ে মেহেন্দি (Mehndi) দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করতে বেশ পছন্দ করেন । বাংলাদেশ সহ পৃথিবীর আরও অনেক দেশে এই মেহেন্দি পরার প্রচলন রয়েছে। প্রাচীন যুগে একসময় মেহেন্দি পাতা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হতো। তবে এখন এটা নেহাতই সাজসজ্জার জিনিস হয়ে গিয়েছে। খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় মেহেন্দি। তাই মাত্র অল্প কিছু টাকা বিনিয়োগ করে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই শুরু করা যেতে পারে মেহেন্দির ব্যবসা ( Business) ।
* কাঁচামাল : মেহেন্দি তৈরি করার ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথম আপনাকে কাঁচামাল জোগাড় করতে হবে। মেহেন্দি কিন্তু দুই রকমের হয়, প্রাকৃতিক এবং কৃত্রিম। তবে ব্যবসার মান যদি ভালো রাখতে চান এবং নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চান তাহলে অবশ্যই প্রাকৃতিক উপায় মেহেন্দি তৈরি করার চেষ্টা করবেন । আর তার জন্য যে কাঁচামাল গুলি প্রয়োজন সেগুলি হল হেনা বা মেহেন্দি পাউডার ,সুগার পাউডার, এসেনশিয়াল অয়েল ,জল ,পি পি প্লাস্টিক যা দিয়ে মেহেন্দির কোন বা শঙ্কু তৈরি করা হয় , কাগজের বাক্স এবং সেলোটেপ।
* পুঁজি: ছোটখাটো একটি মেহেন্দির ব্যবসা শুরু করার জন্য কমপক্ষে ১০ থেকে ১৫ হাজার টাকা যথেষ্ট । তবে বড় করে যদি মেহেন্দি কারখানা তৈরি করতে চান তাহলে একটু বেশি পুঁজি বিনিয়োগ করতে হবে।
* কীভাবে তৈরি করা হয় মেহেন্দি ?
১. সর্বপ্রথম আপনাকে মেহেন্দি পাউডার একটি বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো ঢেলে নিতে হবে। আর তার সঙ্গে মিশিয়ে দিতে হবে জল ও এসেন্সিয়াল অয়েল।
২. তৈরি হওয়া মিশ্রণটিতে অল্প অল্প করে জল মেশাতে হবে । আর তারপর ঢেকে রেখে দিতে হবে বারো ঘন্টার জন্য।
৩. ১২ ঘন্টা পর ওই মিশ্রণের রঙ বদলে যাবে । তৈরি হয়ে যাবে ডিজাইন করার জন্য মেহেন্দি।
৪. এরপর সেই মেহেন্দিকে আপনি ম্যানুয়ালি প্লাস্টিকের কোনের মধ্যে ঢালতে পারেন । আবার পেস্ট ফিলিং মেশিনের মাধ্যমে পরিমাণ মতো কোনের মধ্যে ঢালতে পারেন।
৫. এরপর কোনের বড় মুখটি সেলোটেপ দিয়ে আটকে দিন । আর কাগজের বক্সের মধ্যে বারোটি করে কোন ভর্তি করে পাঠিয়ে দিন নির্দিষ্ট দোকানে দোকানে।
* মার্কেটিং : আপনার এলাকায় থাকা স্টেশনারি দোকান, বিউটি পার্লার কিংবা বড় হোলসেল স্টেশনারি মার্কেটে বিক্রি করতে পারেন মেহেন্দি। এছাড়াও সেলসম্যান নিযুক্ত করে অথবা নিজে ঘুরে ঘুরে মাল বিক্রি করতে পারেন । এলাকায় বিজ্ঞাপন দিতে পারেন আপনার নিজের তৈরি করা মেহেন্দির। পুজো পার্বণ এবং বিভিন্ন অনুষ্ঠানের সময় নিজের হাতে এলাকার বাজারে মেহেন্দি গুলি বিক্রি করতে পারেন । এছাড়াও সোশ্যাল মিডিয়াকে নিজের ব্যবসার মার্কেটিং এর জন্য ব্যবহার করুন।
* লাভের পরিমাণ : ১ কেজি হেনা পাউডারের দাম ২৫০ টাকা। সেই ১ কেজি হেনা পাউডার থেকে তৈরি করা হয় ৭২ টি মেহেন্দির প্লাস্টিকের কোন। যা পাইকারি দামে বিক্রি করা হয় ৫ টাকা করে। অর্থাৎ আয় হয় ৩৬০ টাকা। প্রায় ১১০ টাকা লাভ থেকে যায় ব্যবসায়ীর হাতে । প্রতিদিন যদি প্রায় ২৫ কেজি মেহেন্দি তৈরি করা যায় তাহলে লাভ হতে পারে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম