।। প্রথম কলকাতা।।
Satyendra Nath Bose: বাঙালি পদার্থবিজ্ঞানী হিসেবে তাঁর অবদান অসামান্য। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান। আলবার্ট আইনস্টাইনের সঙ্গে মিলে ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান’ প্রদান করেন। যা পদার্থবিজ্ঞানে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়েছে। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। ১৮৯৪ সালের আজকের দিনে কলকাতায় জন্ম সত্যেন্দ্রনাথ বসুর (Satyendra Nath Bose)।
পরিবারের আদি নিবাস ২৪ পরগণার কাঁড়োপাড়ার সন্নিকটে বড়োজাগুলিয়া গ্রামে। পিতা সুরেন্দ্রনাথ বসু ছিলেন পূর্ব ভারতীয় রেলওয়ের হিসাবরক্ষক এবং মাতা আমোদিনী দেবী ছিলেন মতিলাল রায়চৌধুরীর কন্যা। হিন্দু স্কুলে (Hindu School) এন্ট্রান্স ক্লাসে ভর্তি হন সত্যেন্দ্রনাথ বসু। ১৯০৯-এ এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন। এর পর প্রেসিডেন্সি কলেজে যান। আচার্য জগদীশচন্দ্র বসু (Jagadish Chandra Bose) এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের (Prafulla Chandra Ray) মতন অধ্যাপকদের সান্নিধ্যে এসেছিলেন সত্যেন্দ্রনাথ। ১৯১৫ সালে মিশ্র গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে MSc. পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) বিজ্ঞান কলেজের অধ্যাপক হিসেবে যোগ দেন। কয়েক বছর পার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (Dhaka University) পদার্থবিদ্যার অধ্যাপক হন। সেই সময় তিনি একটি বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠিয়েছিলেন বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে। আর তাঁর গবেষণার তত্ত্বটি মেনে নিয়েছিলেন তিনি। যার নাম দেওয়া হয় ‘বোস সংখ্যায়ন’। তারপরই বিজ্ঞানী মহলে তাঁর নাম ছড়িয়ে পড়ে। অতি সহজেই জটিল বিষয়ের সমাধান বার করে দিতে পারতেন। পদার্থবিদ্যা, গণিত ছাড়াও সাহিত্য, ইতিহাস, দর্শন, সঙ্গীত, কাব্য চর্চা করেছেন তিনি। আনন্দ পেতেন সেতার ও এসরাজে সুর তুলে। নিরলস, কর্মঠ ও মানব দরদী এই মানুষটির ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অদ্ভুত টান ছিল। ১৯৫৪ সালে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পদ্মভূষণ (Padma Bhushan) সম্মানে সম্মানিত হয়েছেন সত্যেন্দ্রনাথ বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) তাঁকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ সত্যেন্দ্রনাথ বসুর নামে উৎসর্গ করেছিলেন। ১৯৭৪-এর ৪ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সে পরলোক গমন করেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম