।। প্রথম কলকাতা ।।
Memari College: কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে গানের তালে নেচে উঠতে দেখা গেল অধ্যক্ষকে। বিষয়টি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে নিন্দার ঝড় ওঠে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারী কলেজের। যদিও এই প্রসঙ্গে সাফাই দিয়েছেন মেমারী কলেজের অধ্যক্ষ। কিন্তু অধ্যক্ষ এবং ছাত্র-ছাত্রীদের এই ভিডিও দেখে নেটিজেনরাও একাধিক কটাক্ষের তীর ছুঁড়ে দিয়েছেন অধ্যক্ষের দিকে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পূর্ব বর্ধমানের মেমারী কলেজে এই দিন নবীনবরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারী পুরসভার পৌর প্রধান সুপ্রিয় সামন্ত সহ কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী। উদ্বোধন অনুষ্ঠানের পরে ছাত্রছাত্রীরা বিভিন্ন হিন্দি বাংলা গানে নিজেদের মধ্যে নাচানাচি করতে শুরু করে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী নাচে ব্যস্ত পড়ুয়াদের সঙ্গে।
সূত্রের খবর অনুযায়ী, তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, নাচের কথাটি মিথ্যে নয়। তবে আদিবাসী নৃত্যে অংশ নিয়েছিলেন তিনি। কারণ সাঁওতালি বিভাগের ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকরা তাকে অনুরোধ করেছিলেন ওই সাঁওতালি নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। যদিও কলেজ অধ্যক্ষের এইভাবে কলেজ প্রাঙ্গনে নাচানাচির ভিডিওতে রাজনৈতিক ব্যক্তিত্বদের একাধিক মন্তব্য উঠে এসেছে। একাংশের মতে রাজ্যের শিক্ষাক্ষেত্রে অপসংস্কৃতির ছাপ স্পষ্ট। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু জানান, যে ঘটনাটি ঘটেছে তা সামাজিক মাধ্যম থেকেই জানতে পারা গিয়েছে। তাই বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া প্রয়োজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম