।। প্রথম কলকাতা ।।
৮ থেকে ১১ মার্চ চারদিনের ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ২০১৭ সালের পর এটিই হবে কোনও অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর ভারতে প্রথম সফর৷ আগামী ৯ মার্চ আহমেদাবাদে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি। জানা গেছে, দুজনে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ক্রিকেট টেস্ট ম্যাচটি দেখবেন। ৯ মার্চের ম্যাচটি হবে বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ। বর্তমানে দুই জয়ে সিরিজে এগিয়ে রয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে, প্রধানমন্ত্রীর আহমেদাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি সফর ভারতের সঙ্গে সে দেশের কৌশলগত, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে। পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্থনি আলবানিজ ৮ মার্চ আহমেদাবাদে পৌঁছাবেন এবং ৯ মার্চ মুম্বাই সফর করবেন এবং পরের দিন দিল্লিতে পৌঁছবেন।
নয়াদিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া নেতাদের বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যোগ দেবেন অ্যান্টনি আলবানিজ। এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড লিডারস সামিটের আগে অ্যান্থনি আলবেনিজের ভারত সফর।