।। প্রথম কলকাতা ।।
Droupadi Murmu in Kolkata: ২৭ মার্চ সোমবার (Monday) কলকাতায় (Kolkata) পৌঁছালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি পদে বসার পরে এই প্রথম তাঁর পশ্চিমবঙ্গ সফর। দু’দিনের সফরে তিনি একগুচ্ছ কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন। কলকাতায় রাষ্ট্রপতি আসার কয়েকদিন আগে থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার পৌনে বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তিলোত্তমায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও যান চলাচলের কিছু রোডম্যাপ পরিবর্তন করা হয়েছে। রাত দশটা পর্যন্ত ভিআইপি রোড দিয়ে যেতে পারবে না কোন পণ্যবাহী গাড়ি।
সোমাবার সকালে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য রাজ্যপাল নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু সহ অনেকে। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির রাজভবনে যাওয়ার কথা। তারপর সেখান থেকে বিকেলে যাবেন নেতাজি ভবনে। মঙ্গলবারও রাষ্ট্রপতির একাধিক কর্মসূচি রয়েছে। সোমবার এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনি কলকাতা, বেলুড়মঠ সহ শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় যাবে। রাজ্য সরকারের তরফ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর উদ্দেশ্যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।
কলকাতা জুড়ে রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে নানান নিয়মের বেড়াজালে মুড়ে দেওয়া হয়েছে। গোটা শহরে জারি রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি রাজভবনের মধ্যাহ্নভোজন শেষে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তাঁর সম্মানে রাজ্যপাল রাতে একটি ভোজসভার আয়োজন করেছেন, সেখানে তিনি রাত্রে যোগ দেবেন। মঙ্গলবার সকালে যাবেন বেলুড় মঠে। এছাড়াও সাইন্সসিটি অডিটোরিয়ামে তাঁর একটি কর্মসূচি রয়েছে। তারপর অংশ নেবেন ইউকো ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে। শান্তিনিকেতনে যাবেন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। সেখানে বিশ্বভারতী পড়ুয়াদের জন্য সমাবর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি অংশগ্রহণ করবেন। তারপর বিকেলে আসবেন কলকাতা বিমানবন্দরে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম