।। প্রথম কলকাতা ।।
MP News: রবিবার কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। ‘ইন্ডিয়া টিভি’ সূত্রে, তিনি ‘নরেন্দ্র মোদীকে হত্যার’ কথা বলেছেন। তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। যদিও পরে তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করেছেন। কিন্তু ইতিমধ্যেই তা হইচই ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।
প্রাক্তন কংগ্রেস মন্ত্রী রাজা পাতেরিয়ার বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন যে, ‘আমি পাতেরিয়াজির বক্তব্য শুনেছি। এটা পরিষ্কার যে, এটা মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়’। মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রীর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাজকে বিভক্ত করার অভিযোগ এনেছেন। সেইসঙ্গে ‘সংবিধান রক্ষা করার জন্য মোদীকে হত্যা করতে’ বলেছেন।
‘ইন্ডিয়া টিভি’র সঙ্গে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নরোত্তম মিশ্র জানিয়েছেন, ‘কংগ্রেস নেতারা এই প্রথমবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘বিলো দ্য বেল্ট’ মন্তব্য করেছেন এমন নয়। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে ‘রাবণ’-এর সঙ্গে তুলনা করেছিলেন। সোনিয়া গান্ধী তাঁকে ‘মৌত কা সওদাগর’ বলে ডাকেন। আমি পাতেরিয়ার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছি’।
উল্লেখ্য, ২৯ নভেম্বর গুজরাটে একটি নির্বাচনী সমাবেশের সময় মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করেন। এরপরে এদিন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রীর মন্তব্য নতুন করে শোরগোল ফেলেছে রাজনীতির অন্দরে। রিপোর্ট অনুযায়ী, গতকাল পান্নায় কংগ্রেসের এক অনুষ্ঠানে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন রাজা পাতেরিয়া। ভাইরাল ভিডিও অনুযায়ী তিনি বলেছেন, ‘মোদী নির্বাচন শেষে দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের জীবন বিপন্ন করে তুলবেন। যদি সংবিধানকে বাঁচাতে চান, তাহলে মোদীকে হত্যা করতে প্রস্তুত হন’।
VIDEO: 'पीएम मोदी की हत्या के लिए तैयार रहो', विवादित बयान पर घिरे कांग्रेसी नेता, कहा- फ्लो में निकल गया था
सुनिए कांग्रेस के पूर्व मंत्री राजा पटैरिया का ये बयानpic.twitter.com/7kfiO5OC0R
— Shubham Rai (@shubhamrai80) December 12, 2022
এরপরই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, ‘যাঁরা ‘ভারত জোড়ো’ যাত্রার ভান করছে, তাঁদের বাস্তবতা সামনে এসে গিয়েছে। মাননীয় মোদীজি বাস করেন মানুষের হৃদয়ে। এটি সমগ্র দেশের বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্র। কংগ্রেসের লোকেরা তাঁর সঙ্গে ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, তাই একজন মোদীকে হত্যার কথা বলছেন। এ এক চরম বিদ্বেষ। কংগ্রেসের প্রকৃত অনুভূতি এখন প্রকাশ পাচ্ছে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম