।। প্রথম কলকাতা।।
ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর। ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজ এর জন্য সাবস্ক্রিপশন চালু করার পথে মেটা (Meta)। মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি তাঁর প্রোফাইল এমনি খবর দিয়েছেন। জানানো হয়েছে, ওয়েবের ক্ষেত্রে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ১১.৯৯ ডলার নেওয়া হবে। অন্যদিকে, ১৪.৯৯ ডলার পড়বে iOS প্ল্যাটফর্মের ক্ষেত্রে। ‘Meta Verified’ নামক একটি মাসিক সাবস্ক্রিপশন পরিষেবা পরীক্ষা করে দেখা হচ্ছে। সেই পরিষেবার মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বৈধ (সরকারি) পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করে নিতে পারবেন। তবে এই মুহূর্তে ব্যাক্তি বিশেষে কোনো প্রোফাইলে মিলবে না এই সুবিধা। আপাতত ‘বিজনেস’ প্রোফাইলের ক্ষেত্রে সেই সাবস্ক্রিপশন পরিষেবা চালু করা হবে। প্রাথমিক ভাবে চলতি সপ্তাহে এই সার্ভিসের রোল আউট শুরু হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় । খুব শীঘ্রই অন্যান্য দেশেও মেটা ভেরিফায়েডের রোল আউট ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
কেন এই সুবিধা ?
‘ব্লু’ ব্যাজের জন্য যারা এই সাবস্ক্রিপশন নেবেন তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করা হবে সরকারি পরিচয়পত্র দিয়ে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন বাড়তি সুরক্ষাও। অর্থাৎ যাঁরা ‘ব্লু’ ব্যাজের জন্য টাকা দেবেন, তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল বিশেষ ভাবে সুরক্ষিত থাকবে। পাশাপাশি মিলবে সরাসরি কাস্টমার সার্ভিসের মত সুবিধাও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম