।। প্রথম কলকাতা ।।
Projapoti: চারিদিকে এখন শুধু পাঠানের জয়জয়কার। বাদশার ছবিকে ঘিরে সাধারণের মধ্যে উন্মাদনা চরমে। যত দিন যাচ্ছে তত বক্স অফিসের পারদ উপরে উঠছে। এই ছবির জেরে সিনেমা হলে শো হারিয়েছে বাংলা ছবি। কিন্তু তার মাঝেও শিবরাত্রির সলতের মতো জ্বলছে দেব প্রযোজিত ও অভিনীত ছবি ‘প্রজাপতি’ (Projapoti)। ছবি কম হলে দেখানো হলেও, দর্শকরা ‘প্রজাপতি’ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তা সরাসরি এবার নজরে এসেছে। ‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলা সিনেমার ইতিহাসে নজির গড়েছে ছবি। দেব-মিঠুন (Dev-Mithun) অভিনীত ছবি এবার পেরিয়েছে ১০ কোটির গণ্ডি।
বড়দিনে মুক্তিপ্রাপ্ত এই ছবি শাহরুখের সিনেমা ‘পাঠান’-এর (Pathaan) জন্য প্রায় ২০টি হল থেকে তুলে নেওয়া হয়েছে। যদিও পেক্ষাগৃহে এই ছবি দেখার জন্য ভিড় জমিয়েছে মানুষ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুম্বই থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিঙ্গলস্ক্রিনে ‘পাঠান’ চললে, অন্য কোনও সিনেমা চালানো যাবে না। আর তাতেই বাংলা সিনেমা হলে ‘পাঠান’কে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু জায়গা পায়নি বাংলা সিনেমাই। এমনকি ‘প্রজাপতি’ উঠিয়ে দিয়ে পরপর ‘পাঠান’-এর পাঁচটা শো দেওয়া হয়েছে। যার জেরে প্রচুর আলোচনা হয়েছে শাহরুখের (Shah Rukh Khan) ছবিকে নিয়ে। কিন্তু সমস্ত আলোচনা-সমালোচনার মাঝে যেমন রেকর্ড গড়েছে ‘পাঠান’, তেমনই অভিজিৎ সেনের পরিচালিত ‘প্রজাপতি’ও বেশ ভালো চলেছে বক্স অফিসে।
ছবিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন আর দেব। ব্যক্তিগত জীবনেও তাঁদের সম্পর্কটা ঠিক এইরকম। আর দর্শকদের বাবা-ছেলের মধ্যেকার এই বন্ধুত্বতা যে পছন্দ হয়েছে, তা বোঝা গিয়েছে শোয়ের বাইরে টাঙানো হাউজফুল বোর্ডে। শুধু ভারত নয়, ভারতের বাইরেও মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। ‘জি ২৪ ঘন্টা’র প্রতিবেদন অনুযায়ী, ‘প্রজাপতি’ ৪৯তম দিনে বাংলা সিনেমার বক্স অফিসে ইতিহাস গড়েছে। শতদীপ সাহা ট্যুইটে লিখেছেন, ‘প্রজাপতি’ আয় করেছে ১০.২৭ কোটি। গোটা টিম সহ দর্শকদের ধন্যবাদ। যদিও ছবি মুক্তির পর অনেকে অনেক কথাই বলেছেন। অনেকে জানান, খারাপ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অনেকের বক্তব্য, মিঠুনের জন্যই অনেক মানুষ ছবি দেখতে যাননি। কিন্তু ছবির বক্স অফিস রেকর্ড বলছে অন্য কথা। অনেকের বক্তব্য, এই ছবিতে মিঠুনের অভিনয় ছিল সেরা। আর মিঠুন আর দেবের যুগলবন্দী নিয়ে তো কোনও কথাই নেই। সেইসঙ্গে এদিন যে তথ্য সামনে এসেছে, তাতে বাংলা সিনেমার জয় হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম