।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার রোনাল্ডোর হুমকির কথা অস্বীকার করল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। মঙ্গলবার আশ্চর্যজনকভাবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়েন ৩৭ বছর বয়সী পর্তুগিজ স্ট্রাইকার। ওই ম্যাচে রোনাল্ডোর বদলি হিসেবে মাঠে নামেন গনসালো রামোস। তাঁর হ্যাটট্রিকের সুবাদে ৬-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল।
তবে পর্তুগিজ প্রকাশনা রেকর্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে স্ট্রাইকার এর আগে কোচ ফার্নান্দো সান্তোসের সাথে উত্তেজনাপূর্ণ কথোপকথনে স্কোয়াড ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন। তবে সেই হুমকির কথা অস্বীকার করল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এফপিএফ এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাতারে থাকার সময় জাতীয় দল ছাড়ার হুমকি দেননি। পর্তুগিজ ফুটবল ফেডারেশন আরও জানায়, “প্রতিদিন রোনাল্ডো জাতীয় দল এবং দেশের সেবায় একটি অনন্য ট্র্যাক রেকর্ড গড়ে তুলছেন, যা অবশ্যই সম্মান করা উচিত।”
রোনাল্ডো সবচেয়ে বেশি ম্যাচ খেলা পর্তুগিজ খেলোয়াড় এবং সর্বকালের সেরা আন্তর্জাতিক গোল স্কোরার। পর্তুগাল শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে। যেখানে রামোস আবার রোনাল্ডোকে ছাড়িয়ে যেতে পারেন। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বুধবার খেলার পরে অন্যান্য ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেননি। পরিবর্তে সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে থাকা খেলোয়াড়দের সঙ্গে একটি জিম সেশনে অংশ নেন।