।। প্রথম কলকাতা ।।
POK রাতারাতি ঢুকে গেল ভারতের ম্যাপে। পাকিস্তানের মানুষ রীতিমত হতবাক। মোদী আমেরিকা সফরেই ঘটে গেছিল সেই কান্ড। পাকিস্তানের সরকার প্রথম বার ঝটকা গেল খেল, আভি বাকি হ্যায়। সীমান্তে কোনও যুদ্ধ নয়, কূটনৈতিক লড়াই নয়। রাতারাতি জম্ম-কাশ্মীরে ঢুকে গেল পাকিস্তানের গিলগিট বালটিস্তান। পাকিস্তানের গিলগিট থেকে যারাই টুইট করছেন তাদেরই লোকেশন দেখাচ্ছে জম্মু কাশ্মীর। পাকিস্তানের শাহবাজ সরকারের কানে এমন খবর পৌঁছতেই ভিড়মি খেল গোটা ক্যাবিনেট। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে গিলগিট বালটিস্তানের জনতা টুইটার খোলার পরই দেখেন তাদের লোকেশন ভারতের জম্মু কাশ্মীর দেখাচ্ছে। তারা কোনও কিছু পোস্ট করলেও তা দেখানো হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর থেকে পোস্ট করা হয়েছে। একইসঙ্গে গিলগিট প্রদেশের বাসিন্দারা পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্টেরও ট্রেস পাচ্ছিল না।
কেন ঘটল এমনটা? প্রযুক্তিগত গন্ডগোল নাকি গল্পটা অন্য। টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে আমেরিকা সফরে মোদীর দেখা না হলে আমি মোদীর বড় ফ্যান এধরণের কথা বিজনেজ টাইকুন মাস্ক না বললে বোধহয় এই ঘটনা নিয়ে এতটা জল্পনা হত না। অনেকেই বলছেন বহু পাকিস্তানিই এখন টুইটারে গিয়ে রীতিমত চেক করছে তাদের এলাকাও ভারতের অংশ হয়ে গেল না তো? ইলন মাস্কের সঙ্গে আসলে কী বোঝাপড়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? অনেকেই বলছেন মাস্ক এতটাই মোদীর ফ্যান হয়ে গেলেন যে ভারতকে উপহার হিসেবেই পাক অধিকৃত কাশ্মীর দিয়ে দিলেন। ওয়াকিবহাল মহল বলছে এটাই সেই টুইটার যেটা টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসির সময় ভারতের ভুল ম্যাপ দেখাতো বিশ্বকে। কিন্তু মালিক বদলে যেতেই বদলে গেল খেলা। অবশ্য অদ্ভুদভাবে ঘটে যাওয়া এই ঘটনার পর অনেকেই বলছেন টুইটারের এমন কান্ডকারখানায় পাকিস্তানের মাথাদের হার্ট অ্যাটাক হওয়ার জোগার। অবশ্য ভারত যখন POK এ দখল করবে তখন পাকিস্তান কী করবে সেটাই বরং এখন থেকে প্র্যাকটিস করুন শাহবাজ শরিফের সরকার৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম