।। প্রথম কলকাতা ।।
Plastic From Rice: প্লাস্টিক চালের (Plastic Rice) কথা নিশ্চয়ই শুনেছেন! এর আগে মানুষ রীতিমত বাজারে গেলে চিন্তায় পড়ে যেতেন, প্লাস্টিক (Plastic) চাল আর আসল চাল বুঝবেন কি করে। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা। প্লাস্টিক থেকে চাল নয়, বরং চাল (Rice) থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব প্লাস্টিক। আর সেই প্লাস্টিক দিয়েই কাঁটা চামচ, প্লেট থেকে তৈরি করে নানান জিনিস তৈরি করা যায়। চাল থেকে তৈরি এই প্লাস্টিকে কোন ক্ষতি নেই। একপ্রকার আশ্চর্য রকম আবিষ্কার করে ফেলেছে জাপান (Japan)।
প্লাস্টিক থেকে নকল চাল তৈরি করার ধারণা এখন অতীত। এবার জাপানের ফুকুসিমায় চাল থেকে তৈরি হচ্ছে প্লাস্টিক। এই অভিনব পদ্ধতি সামনে এনেছে জাপানের টোকিও ভিত্তিক একটি বায়োমাস প্রতিষ্ঠান। আসলে জাপানে প্রচুর পরিমাণে উদ্বৃত্ত রয়ে গিয়েছে চাল। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধান চাষ করা হলেও সেই ধান নাকি মানুষের খাবারের জন্য নয়। শুধুমাত্র প্লাস্টিক তৈরি করার জন্য আলাদা ভাবে সেই ধান চাষ করা হচ্ছে। প্রায় ১২ বছর আগে জাপানের এই ফুকুসিমা শহরেই ভয়াবহ বিস্ফোরণে চারিদিকে ছড়িয়ে পড়েছিল মারাত্মক তেজস্ক্রিয় বিকিরণ। যার কারণে জনশূন্য হয়ে পড়ে শহর। প্রচুর মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন, তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে। বহু মানুষ আবার নিজের জন্ম ভিটাতে ফিরে এসে কৃষি কাজে মন দিয়েছেন। তারা স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে ওই অঞ্চলে চাষ করা চাল খাচ্ছেন না, উপরন্তু সেই চাল দিয়ে তৈরি করে ফেলছেন প্লাস্টিক। আসলে এই অঞ্চলের মানুষ শহরটাকে নতুন রূপে গড়ে তুলতে চায়। তাই তারা বায়োমাসের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই এলাকায় তৈরি হচ্ছে প্রচুর নতুন কর্মসংস্থান। কাজের কাজের টানে ফিরে আসছেন অনেকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখানে যদি বেশ কয়েকটি কারখানা তৈরি হয় তাহলে অঞ্চলের বসতির পরিমাণ বাড়বে।
যত দিন যাচ্ছে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, বিজ্ঞানীরা একের পর এক সামনে আনছেন আশ্চর্য আবিষ্কার। একটা সময় যে এলাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণে জনহীন হয়ে গিয়েছিল সেই এলাকায় নতুন করে জনবসতি গড়ে উঠছে। নতুন করে শুরু হয়েছে জীবন সংগ্রাম। চাল থেকেই তৈরি হচ্ছে লো কার্বন প্লাস্টিক। গত নভেম্বরে টোকিওর বায়োমাস রেসিন নামক এক কোম্পানি প্রথম এই কাজে এগিয়ে আসে। তারা প্রথমে এই এলাকার চাল কিনে নিয়ে প্লাস্টিকের দানা প্রস্তুত করে। লক্ষ্য করে, সেই প্লাস্টিকে পরিবেশের ক্ষতিকারক কার্বনের পরিমাণ অত্যন্ত কম। সেই প্লাস্টিকের দানা চলে যায় জাপানের বিভিন্ন শহরে। তৈরি হয় কাঁটা চামচ, প্লেট, শৌখিন জিনিস, থলি থেকে শুরু করে নানান জিনিস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম