।। প্রথম কলকাতা ।।
Vastu tips for lucky plants: প্রতিটি ব্যক্তি লক্ষ্মীর আশীর্বাদে ধন ধান্য লাভ করতে চায়। প্রত্যেকে কামনা করে যে লক্ষ্মী যাতে তাদের বাড়িতে স্থায়ী বসবাস করেন। এ কারণে প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষীবারে বিশেষ পুজো করা হয়। উদ্দেশ্য একটাই লক্ষ্মী যাতে তাদের পরিবারকে অর্থ সম্পত্তি এবং বৈভবে ভরিয়ে রাখে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কিছু গাছ লাগালে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।এর ফলে পরিবারে আনন্দের আগমন ঘটে।
ভাগ্য সঙ্গ না দিলে যেমন কোনো কাজে সাফল্য আসে না তেমন আসতে পারে জটিলতাও। শাস্ত্র মতে গ্রহের অবস্থান অনুকূল না থাকলে দেখা দিতে পারে নানান সমস্যা। তবে দেবদেবীর কৃপা পেলে সকল খারাপ সময় কাটানো সম্ভব হয়ে ওঠে। এবার ভগবানের কৃপা পেতে মেনে চলুন বিশেষ টিপস। বাড়িতে লাগান এই গাছগুলি। এই কয়েকটি গাছ লাগালে মিলবে মহাদেবের কৃপাও।
বাড়িতে রোপন করতে পারেন চম্পা গাছ। উত্তর-পশ্চিম দিকে চম্পা গাছ লাগান। চম্পা গাছ সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে এই টোটকা বেশি উপকারী। গাছটির রোপন করা শুভ মনে করা হয়।
তুলসী গাছ লাগাতে পারেন বাড়িতে। বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগাতে পারেন। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী লক্ষী রূপে পুজো করা হয়। এতে মা লক্ষ্মীর কৃপা পাবেন। অন্যদিকে শ্রীবিষ্ণুর কৃপা পাবেন।
এছাড়া বাড়িতে লাগাতে পারেন কলাগাছ। কথিত আছে বাড়িতে কলা গাছ থাকলে নেতিবাচক সকল শক্তি দূর হয়। বাড়ির মূল দরজার ডান দিকে কলা গাছ বা বাঁ দিকে তুলসী গাছ লাগান। এতে মিলবে উপকার।
এছাড়াও বাড়িতে লাগাতে পারেন ধুতরা গাছ। সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে এই গাছ খুবই উপকারী। এই গাছটি রোপন করা শুভ মনে করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম