।। প্রথম কলকাতা।।
Kalpataru Utsav 2023 : নতুন বছরের আজ প্রথম দিন। আর ১ জানুয়ারির সকালে লোকে লোকারণ্য কাশীপুর উদ্যানবাটি ( Kashipur Uddyan Bati) এবং দক্ষিণেশ্বর ( Dakshineswar) । তার কারণ হল আজ সেখানে সারাদিন ধরে চলবে পুজো-পাঠ , রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী এবং বাণী নিয়ে আলোচনা। এই বিশেষ উৎসবটি প্রতি বছর কল্পতরু উৎসব ( Kalpataru Utsav) হিসেবে পালিত হয়। দূরদূরান্ত থেকে রামকৃষ্ণদেবের ভক্তরা এসে উপস্থিত হন এখানে। বিগত দুটি বছর করোনার কারণে বিভিন্ন বিধি-নিষেধ ছিল । কিন্তু এই বছর সেই রকম কোন বাধা নেই । যার কারণে ভক্তদের অবাধ আগমনে ভরে উঠেছে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ।
কথিত আছে, তারিখটা ছিল ১৮৮৬ সালের ১ জানুয়ারি। সেই সময় রামকৃষ্ণ পরমহংসদেব ( Ramkrishna Paramhans Dev) ছিলেন অসুস্থ । তাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হয়েছিল উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে। বছরের প্রথম দিনে তিনি খানিকটা সুস্থ বোধ করায় বাগানে হাঁটতে বেরিয়েছিলেন । তাঁর সঙ্গে ছিলেন বিখ্যাত নাট্যকার গিরীশচন্দ্র ঘোষ ( Girishchandra Ghosh) । যিনি রামকৃষ্ণদেবের পরম ভক্ত ছিলেন। বলা হয় ওদিন কাশীপুর উদ্যানবাটিতেই রামকৃষ্ণদেব নিজের আসল রূপের দর্শন দিয়েছিলেন ভক্তদের। হিন্দু পুরাণে যে কল্পতরুর কথা বর্ণিত রয়েছে সেই কল্পতর হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব।
ওই রূপের সাক্ষী থাকার সৌভাগ্য হয়েছিল তাঁর ভক্তদের। এরপর থেকে প্রত্যেক বছর ১ জানুয়ারি দিনটিকে কল্পতরু উৎসব হিসেবেই মহাসমারহে পালন করা হয় কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে। জানা যায় , এইবার শনিবার রাত থেকেই ভক্তদের সমাগম ঘটতে থাকে উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে। আর রবিবার সকালে তো হাতে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরের বাইরে লম্বা লাইন দেখা যায় ভক্তদের। অবশ্যই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে বেশ খানিক সময় লাগছে কিন্তু তারপরেও বছরের এই প্রথম দিনের আনন্দ কল্পতরু উৎসবের মাধ্যমে গ্রহণ করতে বেজায় উৎসাহী ভক্তরা। জানা গিয়েছে এই উৎসব এবার চলবে দুদিন ধরে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম