।। প্রথম কলকাতা ।।
Dengue Death: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু বেলেঘাটা আইডিতে। উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা ২৪ বছরের মল্লিকা দাস, সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। প্রথমে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। ডেঙ্গি শক সিনড্রোমেই মৃত্যু হয়েছে তার এমনটাই জানা গেছে।
সোমবার বিকালেই বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় রাজারহাটের বাসিন্দা হামিদা খাতুনের। বছর ৩৯-এর হামিদার ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
গত বৃহস্পতিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের ভার্গবি মণ্ডলের। কলকাতার ১০৫ নম্বর ওয়ার্ডে হালতুর বাসিন্দা ভার্গবি এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারপর সেখানেই সে প্রাণ হারায়।
গত ১১ নভেম্বর মৃত্যু হয় ৩০ বছর বয়সী রোহিত দাসের। সন্তোষপুরের বাসিন্দা রোহিত ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে। গত শুক্রবার সকালে মারা যান তিনি।
এই মুহুর্তে রাজ্য জুড়ে ডেঙ্গি নিয়ে উদ্বেগ অব্যাহত। ৫৫ হাজার ছাড়িয়েছে মোট আক্রান্তর সংখ্যা। শুধু কলকাতাতেই আক্রান্ত ৬০০০-এর বেশি মানুষ। এই মুহুর্তে কলকাতার ১২টি ওয়ার্ডে ১০০-র বেশি মানুষ আক্রান্ত। নভেম্বরের বাকি সময়টাও এর প্রকোপ পুরোমাত্রায় থাকবে বলেই মত চিকিৎসকদের। উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। কলকাতা পুরসভা সূত্রে খবর, উত্তর কলকাতার তুলনায় দক্ষিণে ফাঁকা জমি নির্মীয়মাণ বাড়ি, পুকুর, নর্দমা, পাতকুয়ো সবই উল্লেখযোগ্য ভাবে বেশি। তাই প্রকোপও বেশি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম